Advertisement

Balurghat Rail Worker Death: আর্থিক তছরুপে সাসপেন্ড, তদন্তের আগেই ঝুলন্ত দেহ উদ্ধার রেল আধিকারিকের

Balurghat Rail Worker Death: বালুরঘাটের বেসরকারি লজ থেকে উদ্ধার হল রেল আধিকারিকের ঝুলন্ত দেহ। আর্থিক তছরুপের অভিযোগে সাসপেন্ড, তদন্তের আগেই রহস্যময় মৃত্যু।

আর্থিক তছরুপে সাসপেন্ড, তদন্তের আগেই ঝুলন্ত দেহ উদ্ধার রেল আধিকারিকেরআর্থিক তছরুপে সাসপেন্ড, তদন্তের আগেই ঝুলন্ত দেহ উদ্ধার রেল আধিকারিকের
Aajtak Bangla
  • বালুরঘাট,
  • 13 Apr 2025,
  • अपडेटेड 3:28 AM IST

Balurghat Rail Worker Death: রায়গঞ্জের বাসিন্দা ও রেলের আধিকারিক তুহিনশুভ্র ভট্টাচার্য (বয়স ৪৫)–এর রহস্যময় মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। শনিবার সকালে একটি বেসরকারি লজ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে, যখন তুহিনশুভ্রবাবু বালুরঘাটের ফ্রেন্ডস ইউনিয়ন মাঠ সংলগ্ন একটি বেসরকারি লজে রাত্রিবাসের জন্য ঘর নেন। লজ ম্যানেজার জানিয়েছেন, অনলাইনে ভাড়ার টাকা মিটিয়েই ঘরে ঢোকেন তিনি এবং বলেছিলেন নির্দিষ্ট সময়ে তাকে ফোন করে ডেকে দিতে। কিন্তু শনিবার সকাল পর্যন্ত ফোন না ধরায় এবং দরজা না খোলায়, পুলিশকে খবর দেন লজ কর্তৃপক্ষ। এরপর পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত দেহ উদ্ধার করে।

কী কারণে এই আত্মঘাতী সিদ্ধান্ত?
রেল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রিজার্ভেশন কাউন্টারের নগদ অর্থ রেলের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা না দেওয়ার অভিযোগ উঠেছিল তুহিনশুভ্রবাবুর বিরুদ্ধে। আর্থিক তছরুপের অভিযোগের ভিত্তিতে তাকে সাসপেন্ড করে রেল কর্তৃপক্ষ। শনিবার বালুরঘাটে তদন্তে আসার কথা ছিল রেলের একাধিক আধিকারিকদের। তার আগেই এমন ঘটনা ঘটায় পরিস্থিতি ঘোরালো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে।

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement