Advertisement

Sitalkuchi Bridge Collapsed: শীতলকুচিতে ডাম্পার মাঝখানে পৌঁছতেই কড়কড় শব্দে ভেঙে পড়ল সেতু,

Sitalkuchi Bridge Collapsed: এদিন সকালে বালি বা পাথর বোঝাই একটি ভারী ডাম্পার সেতুটি অতিক্রম করার চেষ্টা করছিল। ডাম্পারটি সেতুর মাঝামাঝি পৌঁছতেই অতিরিক্ত ওজনের চাপে সেতুর মূল কাঠামো ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের উপরেই আটকে যায় ডাম্পারটি।

শীতলকুচিতে ভেঙে পড়ল সেতুশীতলকুচিতে ভেঙে পড়ল সেতু
Aajtak Bangla
  • শীতলকুচি (কোচবিহার),
  • 30 Jan 2026,
  • अपडेटेड 5:22 PM IST

Sitalkuchi Bridge Collapsed: শুক্রবার সকাল সাতটা নাগাদ কোচবিহারের শীতলকুচি ব্লকের দেবনাথপাড়া এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। একটি ভারী ডাম্পার পার হওয়ার সময় আচমকাই ভেঙে পড়ে গুরুত্বপূর্ণ একটি সেতু। বিকট শব্দে সেতুর একাংশ ধসে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সৌভাগ্যবশত বড়সড় প্রাণহানি হয়নি, তবে প্রশাসনের নজরদারি ও সেতু রক্ষণাবেক্ষণ নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বালি বা পাথর বোঝাই একটি ভারী ডাম্পার সেতুটি অতিক্রম করার চেষ্টা করছিল। ডাম্পারটি সেতুর মাঝামাঝি পৌঁছতেই অতিরিক্ত ওজনের চাপে সেতুর মূল কাঠামো ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের উপরেই আটকে যায় ডাম্পারটি। দুর্ঘটনার সময় এলাকায় লোকজন কম থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে স্থানীয়দের দাবি, ব্যস্ত সময়ে হলে বড় বিপর্যয় অনিবার্য ছিল।

সেতু ভেঙে পড়ায় সংশ্লিষ্ট রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দু’পাশে আটকে পড়ে বহু ছোট-বড় যানবাহন, তৈরি হয় দীর্ঘ যানজট। নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। এলাকা ঘিরে ফেলে বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা করার চেষ্টা চলছে।

আরও পড়ুন

দেবনাথপাড়ার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেতুটির অবস্থা বেহাল ছিল। বহুবার সংস্কারের দাবি জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তার উপর এমন দুর্বল সেতু দিয়ে কেন ভারী ডাম্পার চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল, তা নিয়েও প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে।

বর্তমানে পুলিশ ও পূর্ত দপ্তরের (PWD) আধিকারিকরা সেতুর ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন। এলাকাবাসীর দাবি, দ্রুত যুদ্ধকালীন তৎপরতায় নতুন সেতু নির্মাণ করতে হবে। পাশাপাশি গ্রাম্য এলাকার সেতুগুলিতে ভারী যান চলাচলের উপর কড়া আইনি নিয়ন্ত্রণ কার্যকর করারও দাবি উঠেছে।

 

Read more!
Advertisement
Advertisement