Advertisement

Balurghat: BJP যোগের ২৪ ঘণ্টার মধ্যেই মতবদল, ১ কিমি দণ্ডি কেটে তৃণমূলে ফিরলেন ৩ মহিলা

শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বালুরঘাট (Balurghat) শহরে। প্রায় এক কিলোমিটার দণ্ডি কেটে জেলা তৃণমূল (Trinamool Congress) কার্যালয়ে আসেন ওই ৩ মহিলা।

দণ্ডি কেটে তৃণমূলে ফিরলেন ৪ মহিলাদণ্ডি কেটে তৃণমূলে ফিরলেন ৪ মহিলা
Aajtak Bangla
  • বালুরঘাট,
  • 08 Apr 2023,
  • अपडेटेड 10:30 AM IST
  • প্রায় এক কিলোমিটার দণ্ডি কাটেন ৩ মহিলা
  • দণ্ডি কাটার ভিডিও টুইট করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

বিজেপিতে (BJP) যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দণ্ডি কেটে তৃণমূলে (TMC) ফিরলেন ৩ মহিলা। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বালুরঘাট (Balurghat) শহরে। প্রায় এক কিলোমিটার দণ্ডি কেটে জেলা তৃণমূল (Trinamool Congress) কার্যালয়ে আসেন ওই মহিলারা। পরে তাঁদের হাতে পরে তৃণমূলের পতাকা তুলে দেন মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী।

দণ্ডি কাটার ভিডিও টুইট করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি লেখেন, 'তপন গোফানগরের বাসিন্দা মার্টিনা কিস্কু, শিউলি মার্ডি, ঠাকরণ সরেন এবং মালতি মুর্মু গতকাল বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁরা এসটি সম্প্রদায়ভুক্ত। আজ টিএমসি গুন্ডারা তাঁদের টিএমসি-তে ফিরে যেতে বাধ্য করেছে এবং দণ্ডাবত পরিক্রমা করতে বলে তাঁদের শাস্তি দিয়েছে। টিএমসি বারবার আদিবাসীদের অপমান করেছে। এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা দৃঢ়ভাবে আমাদের কর্মীদের সঙ্গে রয়েছি। তাঁদের রক্ষা করার জন্য সবকিছু করব।'

আরও পড়ুন

বৃহস্পতিবার বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার গোফানগর গ্রাম পঞ্চায়েতের এলাকার প্রায় ২০০ জন মহিলা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, মহিলা মোর্চার জেলা সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য, বিধায়ক বুধরাই টুডু। তবে, যারা বিজেপিতে যোগ দিয়েছিলেন তাঁদের মধ্যে চারজন মার্টিনা কিস্কু, শিউলি মার্ডি, ঠাকরণ সরেন ও মালতি মুর্মু আবারও তৃণমূলে যোগদান করেন। তাঁদের হাতে  দলীয় পতাকা তুলে দেন মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী। বালুরঘাট শহরের কোর্ট মোড় থেকে দণ্ডি কাটতে কাটতে তৃণমূলের জেলা কার্যালয়ে আসেন তিনজন। সুকান্ত মজুমদারের পোস্ট করা ভিডিওতে তিনজনকে দণ্ডি কাটতে দেখা গিয়েছে।

প্রদীপ্তা জানিয়েছেন, আগামীদিনে আরও অনেকেই তৃণমূলে যোগ দেবেন বলে আশা করেছেন তাঁরা। তিনি বলেন, 'বিজেপিতে যোগ দেওয়ার পর ওই চারজন নিজেদের ভুল বুঝতে পারেন। ভুলের প্রায়শ্চিত্ত করতে দণ্ডি কেটে জেলা কার্যালয়ে এসে তাঁরা তৃণমূলে যোগ দেন।'

Advertisement

TAGS:
Read more!
Advertisement
Advertisement