Advertisement

Tufangunj Students Killed By Lightning 2025: ভুট্টা তুলতে গিয়ে বাজ পড়ে মৃত্যু, তুফানগঞ্জে ২ ভাইয়ের করুণ পরিণতি

Tufangunj Students Killed By Lightning 2025: তুফানগঞ্জে ভুট্টা তুলতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হলো নবম শ্রেণির দুই ছাত্রের। মাঠেই লুটিয়ে পড়ে প্রাণ হারাল আর্শাদ ও রফিক। বজ্রপাতে মৃত্যুর মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ ধলপল অঞ্চল।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • তুফানগঞ্জ,
  • 03 May 2025,
  • अपडेटेड 12:23 AM IST

Tufangunj Students Killed By Lightning 2025: ভুট্টা তুলতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু নবম শ্রেণির দুই ছাত্রের, শোকস্তব্ধ তুফানগঞ্জ। তুফানগঞ্জের ধলপল নদীভাঙন এলাকায় বাজ পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ধলপল হাইস্কুলের নবম শ্রেণির দুই ছাত্র আর্শাদ আলি শেখ (১৬) ও রফিক মিয়াঁ (১৬)-র। ঘটনার সময় তারা ভুট্টা তুলতে গিয়েছিল পরিবারের সঙ্গে। আচমকা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যে মাঠে বাজ পড়ে দুজনেই সেখানেই লুটিয়ে পড়ে।

তুফানগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, তারা মাসতুতো ভাই এবং পাঁচজন মিলে ভুট্টা তুলছিল। আচমকাই মেঘে আকাশ ঢেকে যায় এবং শুরু হয় বৃষ্টি, সেই সময়েই বজ্রাঘাতের ঘটনা ঘটে।
ধলপল হাইস্কুলের প্রধান শিক্ষক সাজমল হক বলেন, "দুটো প্রাণ এভাবে চলে যাবে ভাবতেও পারছি না। স্কুলে বজ্রপাত সংক্রান্ত সচেতনতা বাড়ানো হবে।”

গ্রাম পঞ্চায়েত প্রধান সবিতা সরকার বলেন, “আমরা শোকাহত। পরিবারের পাশে রয়েছি।” তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

আরও পড়ুন

 

 

Read more!
Advertisement
Advertisement