Advertisement

Malda Rape Civic Volunteer: আবারও সেই সিভিক ভলান্টিয়ার, মালদায় অসুস্থ যুবতীকে 'ধর্ষণ'

Malda Rape Civic Volunteer: নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযোগ পেয়ে গ্রেফতার করা হয়েছে, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। যদিও এদিন মালদা আদালতের তোলার সময় এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি অভিযুক্ত। শুক্রবার তাকে তোলা হয় মালদা জেলা আদালতে।

আবারও সেই সিভিক ভলান্টিয়ার, মালদায় অসুস্থ যুবতীকে 'ধর্ষণ'আবারও সেই সিভিক ভলান্টিয়ার, মালদায় অসুস্থ যুবতীকে 'ধর্ষণ'
Aajtak Bangla
  • মালদা,
  • 24 Jan 2025,
  • अपडेटेड 7:54 PM IST

Malda Rape Civic Volunteer: যত কাণ্ড মালদাতে। এবার মালদায় গৃহবধুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল এক সিভিক ভলান্টিয়ার। মালদার মানিকচকের ডোমহাটের ডালুটোলা এলাকার ঘটনা। ধৃত মানিকচক থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার। 

নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযোগ পেয়ে গ্রেফতার করা হয়েছে, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। যদিও এদিন মালদা আদালতের তোলার সময় এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি অভিযুক্ত। শুক্রবার তাকে তোলা হয় মালদা জেলা আদালতে।

জানা গিয়েছে, এলাকার এক বিবাহিত মহিলা পেট ব্যথার সমস্যা নিয়ে ঝাড়ফুঁক করানোর জন্য আসে ওই সিভিক ভলান্টিয়ারের বাড়িতে। ওই সিভিক ভলান্টিয়ার এর মা বাড়িতে ঝাড়ফুঁক করে। কিন্তু, সে সময় বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে ওই মহিলার ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করে ওই ভলান্টিয়ার বলে অভিযোগ।

আরও পড়ুন

বাড়ি ফিরে এসে সব জানায়। এরপর মানিকচক থানায় গিয়ে অভিযোগ দায়ের নির্যাতিতার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযোগ পেয়ে গ্রেপ্তার করা হয়েছে, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। যদিও এদিন মালদা আদালতের তোলার সময় এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি অভিযুক্ত।

 

Read more!
Advertisement
Advertisement