ভিড়ে ঠাসা ম্যাল রোডের মাঝেই লাল রঙের উজ্জ্বল হরফে লেখা 'HOPE'। দার্জিলিঙে গিয়ে এর সামনে দাঁড়িয়ে ছবি তোলেন না এমন পর্যটক খুঁজে পাওয়া দুস্কর। ছবি তোলার পাশাপাশিই শীতের সন্ধ্যায় গ্লেনারিজের দোতলায় বসে গরম পানীয়ে চুমুক আর সঙ্গে চিকেন স্টেক খাওয়ার হিড়িকও চোখে পড়ে। তবে সেই দৃশ্য এবার আর দেখা যাবে না। পর্যটকদের প্রিয় গ্লেনারিজে পড়ে গিয়েছে তালা। বন্ধ হচ্ছে গ্লেনারিজের পানশালা। কেন বন্ধ হচ্ছে সাধের গ্লেনারিজ? শোনা যাচ্ছে, সাসপেন্ড করা হয়েছে অজয় এডওয়ার্ডের গ্লেনারিজ পানশালার লাইসেন্স। এ নিয়ে কী বলছেন কর্ণধার অজয় এডওয়ার্ড ? শুনুন