শিলিগুড়িতে উদযাপিত হল শিলিগুড়ি পুজো কার্নিভাল। ২৬ অক্টোবর সন্ধ্যা থেকে আয়োজনের কথা থাকলেও নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয় অনুষ্ঠান। দর্শকদের মধ্যে উৎসাহের খামতি ছিল না। বিকেল থেকেই হিলকার্ট রোড ও লাগোয়া এলাকায় থিকথিকে ভিড়ে পা রাখা যাচ্ছিল না। বিকেল ৩ টা থেকেই শহরের একাধিক রাস্তা আটকে দিয়ে আরও বেশি ভিড় জমিয়ে ফেলে প্রশাসন। তাল কাটল চূড়ান্ত অব্যবস্থা নিয়ে। বিচারক থেকে সংবাদমাধ্যম কর্মীরা নির্ধারিত জায়গায় গিয়ে দেখলেন তা দখল হয়ে গিয়েছে। এদিকে মূল মঞ্চের সামনে রাস্তায় অনুষ্ঠান চলতে থাকায় প্রায় কেউই অনুষ্ঠান সরাসরি দেখতে পেলেন না এলাকায় হাজির হয়েও। অগত্যা উঁচুতে লাগানো জায়ান্ট স্ক্রিনে দেখেই মন ভরালেন মানুষ। শুধু মানুষের উৎসাহ দেখে বলা যায় অনুষ্ঠান উৎসবের আকার নিয়েছিল। তবে আরও বেশি তৎপরতা দাবি করেছেন সাধারণ মানুষ। অনেকেই বহুক্ষণ থেকেও ঠিকমতো কিছু দেখতে না পেলে হতাশ হয়ে বাড়ি ফিরেছেন।