Advertisement

পশ্চিমবঙ্গ

Winter Forecast For West Bengal: রাজ্যে হু হু করে কমছে তাপমাত্রা, পড়বে জাঁকিয়ে শীত; পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Nov 2022,
  • Updated 2:33 PM IST
  • 1/8

শীতশীত ভাব অনেক হয়েছে। বঙ্গে পাকাপাকি শীত কবে পড়বে, তা নিয়েই এখন উৎসুক বঙ্গবাসী। রোজই খোঁজ নিচ্ছেন উত্তর থেক দক্ষিণবঙ্গের মানুষ। শনিবারের আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে উৎসাহের কারণ রয়েছে।

  • 2/8

আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও রকম বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্জার কিছুটা প্রভাব থাকবে।

  • 3/8

শুক্রবার সন্ধ্যায় খানিক বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং. কালিম্পং জেলা হালকা বৃষ্টি থাকবে আগামী দু'দিন।

 

  • 4/8

উত্তরবঙ্গের জেলাতে আগামী তিন দিন শুষ্ক ওয়েদার থাকবে। রাতের টেম্পারেচার ২ থেকে ৩ ডিগ্রী আগামী দু থেকে তিন দিনের মধ্যে কমার সম্ভাবনা।

  • 5/8

কলকাতার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ২০ ডিগ্রি কাছাকাছি নামবে ন্যূনতম তাপমাত্রা। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির আশপাশে। 

  • 6/8

নভেম্বর মাসে সর্বনিম্ন টেম্পারেচার ১৭ থেকে ১৮ ডিগ্রির আশেপাশেই ঘোরাঘুরি করবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

  • 7/8

কলকাতার ক্ষেত্রে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে টেম্পারেচার সর্বনিম্ন ১৮ ডিগ্রির কাছাকাছি এসে দাঁড়াবে। ডিসেম্বরের গোড়া পর্যন্ত ধীরে ধীরে তাপমাত্রা নামবে।

  • 8/8

গড় তাপমাত্রা ২০ ডিগ্রি থেকে নেমে দাঁড়াবে ১৭-১৮ ডিগ্রিতে। ডিসেম্বরের শুরুতে সেটা যে দাঁড়াবে ১৫-১৬ তে। ডিসেম্বরের শেষ পর্যন্ত সেটা ১৩-১৪ ডিগ্রিতে এসে দাঁড়াবে।

Advertisement
Advertisement