Advertisement

পশ্চিমবঙ্গ

Canning Train Agitation: ট্রেন বাতিল কেন? ভোর থেকেই ক্যানিং লাইনে অবরোধ যাত্রীদের

প্রসেনজিৎ সাহা
  • ক্যানিং,
  • 05 Jan 2022,
  • Updated 8:12 AM IST
  • 1/7


শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং লাইনে ট্রেন অবরোধ। 

  • 2/7

তালদি স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ নিত্যযাত্রীদের। 

  • 3/7

সকালের প্রথম আপ ট্রেনটি বাতিল করার প্রতিবাদে বিক্ষোভ। 

  • 4/7

রাত দশটা পর্যন্ত ট্রেন চলতে পারলে কেন ভোরের ট্রেন গুলো বন্ধ করা হবে প্রশ্ন অবরোধকারীদের।
 

  • 5/7

 এই ঘটনার জেরে সকাল থেকে অবরুদ্ধ হয়ে পড়ে আপ ক্যানিং শিয়ালদা লোকাল। 

  • 6/7

নিত্যযাত্রীদের ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে স্টেশন চত্বরে। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।  সমস্যায় পড়েন যাত্রীরা। 

  • 7/7

রেল পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের কে হটানোর চেষ্টা করলেও সফল হয়নি এখনো।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement