শহিদ দিবস পালন করাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ (TMC Internal Clash)। চলল গুলি, পড়ল বোমা। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। নিহতদের নাম লক্ষ্মীবালা মণ্ডল ও সন্ন্যাসী সর্দার।
ঘটনার জেরে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠল উত্তর ২৪ পরগনার হাড়োয়ার (Haroa) ট্যাংরামারি এলাকা।
জানা গিয়েছে, এদিন শহিদ দিবসের আয়োজন করে তৃণমূল। অভিযোগ, সেই সময় তৃণমূল নেতা যোগেশ্বর প্রামাণিক ও তৃণমূল নেতা তপন রায়ের অনুগামীদের মধ্যে বচসা শুরু হয়ে যায়।
ধীরে ধীরে তা সংঘর্ষের আকার ধারন করে। ক্রমশ তা গুলি-বোমার লড়াইতে পরিণত হয়। সংঘর্ষে আহত হন উভয়পক্ষের বেশকয়েকজন। মৃত্যু হয় লক্ষ্মীবালা মণ্ডল ও সন্ন্যাসী সর্দারের।
ইতিমধ্যেই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।
ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা। নতুন করে যাতে আর উত্তেজনা না ছড়ায় তার জন্য এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।