
ঘূর্ণিঝড় রিমাল (Cyclone Remal)-এ মৃত্যু মিছিল। সেই মিছিলে আরও একটি সংযোজন হাওড়ার লিলুয়ার ঘটনাটি। বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল বছর ৩০-এর যুবকের। সোমবার রাতে সব কিছু ঠিকই চলছিল। হঠাত্ শোকের ছায়া। জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রসেনজিত্ গুহ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কলিং বেলের সুইচে শক লেগেই মৃত্যু হয়েছে ওই যুবকের। প্রতিবেশীদের বক্তব্য, বাড়ির মেন গেটে বিদ্যুত্স্পৃষ্ট হয়েছেন তিনি।
কলিং বেল থেকে বিদ্যুত্স্পৃষ্ট
রবিবার মধ্যরাতের ঘূর্ণিঝড় ও সোমবারের দুর্যোগের জেরে পশ্চিমবঙ্গে শুধুমাত্র বিদ্যুত্স্পৃষ্ট হয়েই মৃত্যু হল ৫ জনের। এছাড়া গাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে দুজনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৭। সোমবার রাতে লিলুয়ায় তরতাজা যুবকের মৃত্যু হল। জানা গিয়েছে, রাতে প্রসেনজিত্ ও তাঁর বোন গল্প করছিল। বোনকে ওই যুবক বলেন, 'তুই টিভি-টা চালা, আমি আসছি।' বাড়ির সামনে জল জমে ছিল। মেন গেট খুলতেই বিদ্যুত্স্পৃষ্ট হন প্রসেনজিত্। মুহূর্তে সব শেষ। টিএল জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে তদন্ত শুরু করেছে লিলয়া থানার পুলিশ । এলাকাবাসীর অভিযোগ, ওই যুবকের বাড়ির সামনে বৃষ্টির জল জমেছিল। প্রসেনজিতের ঘরের সামনেই বড় নালা আছে। সেই নালায় নিকাশির সমস্যা দীর্ঘদিনের।
রিমাল দুর্যোগে মৃত্যু মিছিল
পুলিশের অনুমান, কলিং বেলের কোনও তার ছেঁড়া ছিল। বাড়ির গ্রিলের সঙ্গে তার জড়িয়েছিল। রিমাল দুর্যোগের জেরে পূর্ব বর্ধমানের মেমারিতেও বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় বাবা-ছেলের। রাস্তার উপরে একটি কলাগাছ পড়ে ছিল। স্থানীয়দের দাবি, পাশেই ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার। কলাগাছ সরাতে গেলে ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে বাঁচাতে করতে গিয়ে ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। দু'জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক ব্যবসায়ীর। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলাতেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। এন্টালির বিবির বাগানে বাড়ির কার্নিশের চাঙড় ভেঙে মৃত্যু হয় এক ব্যক্তির। দক্ষিণ ২৪ পরগনার নামখানায় বাড়ির ওপর গাছ পড়ে মৃত্যু হয় ৮০ বছরের এক বৃদ্ধার। তাঁর নাম রুনা মণ্ডল। মৌসুনি দ্বীপের বাসিন্দা ওই বৃদ্ধা সোমবার সকালে ঝড়ের সময় রান্নাঘরে বসে খাচ্ছিলেন। তখনই, গাছ উপড়ে রান্নাঘরের টিনের ছাউনির ওপর পড়ায় তিনি চাপা পড়েন।