Advertisement

রাতে বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের চেষ্টা জিম প্রশিক্ষকের, গ্রেফতার

কসবাকাণ্ডের রেশ এখনও কাটেনি। এরইমধ্যে এবার তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল জিম প্রশিক্ষকের বিরুদ্ধে। শনিবার রাতে ওই তরুণীকে নিজের বাড়িতে ডাকেন ওই জিম প্রশিক্ষক।

Representative ImageRepresentative Image
Aajtak Bangla
  • ব্যারাকপুর ,
  • 13 Jul 2025,
  • अपडेटेड 4:34 PM IST
  • তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এবার জিম প্রশিক্ষকের বিরুদ্ধে
  • শনিবার রাতে ওই তরুণীকে নিজের বাড়িতে ডাকেন ওই জিম প্রশিক্ষক

কসবাকাণ্ডের রেশ এখনও কাটেনি। এরইমধ্যে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এবার জিম প্রশিক্ষকের বিরুদ্ধে। শনিবার রাতে ওই তরুণীকে নিজের বাড়িতে ডাকেন ওই জিম প্রশিক্ষক। সেখানেই তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। রবিবার সকালে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। 

ঘটনা নিউ ব্যারাকপুরের মাইকেল নগরের। সোশ্যাল মিডিয়ায় ওই তরুণীর জিম প্রশিক্ষকের সঙ্গে পরিচয় হয়। তাঁরা দেখা করবেন বলে ঠিক করেন। শনিবার রাতে এক বন্ধু ও বান্ধবীকে নিয়ে জিম প্রশিক্ষকের সঙ্গে দেখা করতে যান তরুণী। তখন মদের আসর বসিয়েছিল প্রশিক্ষক। সব ঠিকই ছিল। অভিযোগ, গভীর রাতে ওই ব্যক্তি তরুণীকে ধর্ষণের চেষ্টা করে। তরুণী বাধা দিতে শুরু করে। তখন তাকে মারধর করা হয় বলে অভিযোগ। 

অভিযোগ, তরুণীকে বাঁচানোর চেষ্টা করেন তাঁর সঙ্গে থাকা বন্ধুটিও। তখন তাঁর মাথায় কাচের বোতলের আঘাত করা হয়। তার জেরে মাথা ফাটে তাঁর। বাড়ির দরজা আটকে দেয় অভিযুক্তরা। তবে কোনওক্রমে অভিযুক্তকে মেরে দরজা খুলে পালিয়ে যান তরুণী। পরে বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন। আক্রান্ত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। 

পুলিশ সূত্রে খবর, বিমানবন্দর থানায় জিম প্রশিক্ষকের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এলাকাটি নিউ ব্যারাকপুর থানার অন্তর্ভুক্ত হওয়ায় বিষয়টি  সেখানে জানানো হয়। নিউ ব্যারাকপুর থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। 

তরুণী জানিয়েছেন, তিনি বিশ্বাস করে গিয়েছিলেন সেই জিম প্রশিক্ষকের কাছে। তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয়। তাঁর সঙ্গে যে বন্ধুরা ছিলেন তাঁদেরও হেনস্থা ও মারধর করা হয়। 

Read more!
Advertisement
Advertisement