Advertisement

Actor Dev: আবাসের বাড়ি পেতে কাটমানি দিতে হয়েছে, বিস্ফোরক অভিযোগ দেবের ভাইয়ের

কেশপুরের মহিষদা গ্রামের বাসিন্দা বিক্রম অধিকারী পেশায় পুরোহিত। স্ত্রী এবং দুই সন্তান রয়েছে তাঁর বাড়িতে। বিক্রমের অভিযোগ, আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য কাটমানি দিতে হয়েছে তাঁকেও।

আবাস যোজনার বাড়ির জন্য কাটমানি নিয়েছে তৃণমূল, বিস্ফোরক দাবি অভিনেতার দেবের ভাইয়ের
Aajtak Bangla
  • কেশপুর,
  • 29 Apr 2023,
  • अपडेटेड 1:20 PM IST
  • কেশপুরের মহিষদা গ্রামের বাসিন্দা বিক্রম অধিকারী পেশায় পুরোহিত
  • স্ত্রী এবং দুই সন্তান রয়েছে তাঁর বাড়িতে

দাদা টলিউডের প্রথম সারির অভিনেতা ও শাসকদলের সাংসদ, আর সেই দলের বিরুদ্ধেই কাটমানি নেওয়ার অভিযোগ করলেন ভাই। দাদা হলেন ঘাটালের তৃণমূল সাংসদ এবং অভিনেতা দেব (Actor Dev)। আর ভাই হলেন দেব ওরফে দীপক অধিকারীর জেঠতুতো ভাই বিক্রম অধিকারী (Bikram Adhikari)। তাঁর অভিযোগ, সাধারণ পারিবারিক বিবাদ বা আবাস যোজনার মতো সুবিধা পেতে গেলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব টাকা নিচ্ছে। যা নিয়ে ক্ষোভ রয়েছে এলাকার সাধারণ মানুষের। দেবের ভাইয়ের অভিযোগ উঠতেই বিড়ম্বনায় পড়েছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের তৃণমূল নেতৃত্ব।

কেশপুরের মহিষদা গ্রামের বাসিন্দা বিক্রম অধিকারী পেশায় পুরোহিত। স্ত্রী এবং দুই সন্তান রয়েছে তাঁর বাড়িতে। বিক্রমের অভিযোগ, আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য কাটমানি দিতে হয়েছে তাঁকেও। বিক্রম বলেন, '২০১৬ সালে আবাস যোজনায় বাড়ি পাওয়ার তালিকায় তাঁর নাম ওঠে। সেই টাকা পাওয়ার জন্য কাটমানি দিতে হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে। যার কারণে সেই সময় আর তাঁর বাড়ি করা হয়ে ওঠেনি। খুড়তুতো দাদা দেবের নাম সামনে রেখে রফা করছেন তৃণমূল নেতারা। সালিশি সভায় ডেকে এলাকার লোকজনের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে।'

আরও পড়ুন: Dilip Ghosh On Justice Abhijit Gangopadhyay: 'ন্যায়ের প্রতিমূর্তি, মানুষের আশা আকাঙ্খার প্রতীক', বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে আর কী বললেন দিলীপ?

বিক্রমের দাবি, এসবের কারণে দাদা দেবের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আর এসব কিছুই দেবের কানে পৌঁছচ্ছে না। বিক্রম আরও দাবি করেছেন যে আর দেবের ভাই হওয়ার কারণে তাঁকেও জোর করে নিয়ে যাওয়া হয় নানা সালিশি সভায়। সেখানে দেবের ভাই বলে পরিচয় দিয়ে ইমেজ বাড়ায় তৃণমূল নেতৃত্ব। এরপর নানা কারণে কাটমানি তোলা হয়। এদিকে, দেবের ভাই এমন অভিযোগ করতেই মুখ পুড়েছে কেশপুর ব্লক তৃণমূল নেতৃত্বের। ব্লক সভাপতি প্রদ্যোৎ পাঁজা অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement