Advertisement

Fake Traffic Chalan: ফেক ট্যাফিক চালান নিয়ে চলছে প্রতারণা, কীভাবে চিনবেন আসল-নকল? বলল পুলিশ

ফেক ট্যাফিক চালান প্রসঙ্গে জনসাধারণকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল বিধাননগর কমিশনারেট। ডিসি বিধাননগর অনিল সরকার জানান, ইদানিং কালে একটি নতুন ধরনের স্ক্যামের বিষয় আমরা জানতে পেরেছি। কিছু লোকজনকে ট্যাফিকের নাম করে ভুও চালান সার্কুলেট করানো হচ্ছে। সেটা এসএমএস মেসেজ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সার্কুলেট করা হচ্ছে।

ফেক ট্রাফিক চালান নিয়ে চলছে প্রতারণাফেক ট্রাফিক চালান নিয়ে চলছে প্রতারণা
Aajtak Bangla
  • বিধাননগর,
  • 03 Sep 2025,
  • अपडेटेड 2:23 PM IST

ফেক ট্যাফিক  চালান প্রসঙ্গে জনসাধারণকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল বিধাননগর কমিশনারেট।  ডিসি বিধাননগর অনিল সরকার জানান,  ইদানিং কালে একটি নতুন ধরনের স্ক্যামের বিষয় আমরা জানতে পেরেছি। কিছু লোকজনকে ট্যাফিকের নাম করে ভুও চালান সার্কুলেট করানো হচ্ছে। সেটা এসএমএস মেসেজ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সার্কুলেট করা হচ্ছে। তাকে চালান নাম্বার দিয়ে বলা হচ্ছে, আপনি ট্যাফিক ভায়োলেশন করেছেন এবং সেই ভায়োলেশনটা করার জন্য আপনাকে ফাইন দিতে হবে। তার সঙ্গে এখানে বলা আছে,  যদি আপনি সেটার বিষয়ে কোনও প্রমাণ যদি দেখতে চান এবং টাকাটা যাতে সহজে পেমেন্ট করতে পারেন তার জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এই ধরনের যে চালান সেটা ভুয়ো চালান। এটা আমরা মানুষকে জানাতে চাইছি। এটা সম্পূর্ণ রকম ভাবে ফেক।  এটা এক রকমের স্ক্যাম। এই অ্যাপটা যদি কেউ ডাউনলোড করেন, তাহলে একটা সম্ভাবনা থাকছে সাইবার ক্রাইমের প্রতারণার শিকার হওয়ার।

বিধাননগর কমিশনারেটের সাংবাদিক বৈঠকে ডিসি বিধাননগর অনিল সরকার ছাড়াও উপস্থিত ছিলেন ডিসি (ট্যাফিক) নিমা নরবু ভুটিয়া। আসল ট্যাফিকের চালান এবং নকল চালান কী রকম হয় এবং কীভাবে সেটা বোঝা যায়,  বিষয়টি নিয়ে জানান ডিসি ট্যাফিক। তিনি বলেন, আমরা একটা কমপ্লেন পেয়েছি,  তার ভিত্তিতে আমরা একটি সুয়োমটো কেস শুরু করেছি। কেস নাম্বার ১০৪/২৫। ওটা নিয়ে যে অ্যাপ আছে সেই অ্যাপটা আমরা পেয়ে গেছি।  ফরেনসিক বিভাগে পাঠিয়ে দিয়েছি।  সেখানে খতিয়ে দেখা হচ্ছে  এই অ্যাপটি কোন কোন ওয়েবসাইটে এবং কোন কোন আইপি অ্যাড্রেসের সঙ্গে জড়িত। ওই অ্যাপটির ডেভেলপার কে। 

নিমা নরবু ভুটিয়া আরও বলেন, এর ক্ষেত্রে  দুটো জিনিস আমরা বলব,  আপনাদের মধ্যে যে ভয় তৈরি  করার চেষ্টা করা হচ্ছে, একটি অ্যাপ ইনস্টল করার কথা বলা হচ্ছে, এটা আপনারা করবেন না। এই যে অ্যাপটি আছে, অ্যাপটি ফেক আছে।  অ্যাপটি যেকোনও নামে হতে পারে। যে সময় আপনি অ্যাপটি ইন্সটল করবেন আপনার মোবাইল ফোনের অ্যাক্সেস প্রতারকরা তাদের হাতে নিয়ে নেবে , এরপরে আপনার থেকে একের পর এক টাকা কেটে নেবে। এর জন্য আপনি অ্যাপটি ইন্সটল করবেন না। যদি আপনি এই অ্যাপটি ইন্সটল করে থাকেন, দ্রুত  আপনার মোবাইলটিকে অফলাইনে নিয়ে যেতে হবে। যার ফলে আপনার ফোনের অ্যাক্সেস প্রতারকেরা পাবে না। অফলাইনে নিয়ে গিয়ে ওই অ্যাপটিকে আনইন্সটল করতে হবে।  আপনার ফোনটি রিসেট করতে হবে। যদি আপনি প্রতারণার শিকার হয়ে থাকেন তাহলে  আপনি  অভিযোগ রেজিস্টার করতে পারবেন।  এর পাশাপাশি আপনি আপনার নিকটবর্তী থানায় অভিযোগ করতে পারবেন। এটা নিয়ে আমাদের কাছে কিছু কমপ্লেন এসেছে। যেহেতু পুজোর সময় আসছে সেই কারণে এইভাবে ট্রাফিক চালান বা অন্য কোনওভাবে আপনাকে প্রতারণা করার চেষ্টা করবে। সরকারি ক্ষেত্রে কোনওভাবে অ্যাপ বা হোয়য়াটঅ্যাপের মাধ্যমে বা ফোনের মাধ্যমে চালান পাঠান হবে না। সরকারের যে ওয়েবসাইট আছে , সেটিকে ভেরিফাই করার পরেই বাকি প্রসেস করতে হবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement