Advertisement

Dilip Ghosh on 21 July: একুশের মঞ্চে দিলীপ? 'এটাই শেষ...' নিশানা BJP-র প্রাক্তন রাজ্য সভাপতির

২১ জুলাইয়ের মঞ্চে তাঁকে দেখা যাবে। বহুদিন ধরেই এমন জল্পনা চলছিল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে। দিলীপবাবু দলবদল করতে চলেছেন, এই নিয়ে রাজ্য রাজনীতিতে কম আলোচনাও হয়নি। এদিকে ২১ জুলাইয়ের সকালে একেবারে নিজের ইউনিক স্টাইলেই পাওয়া গেল দিলীপ ঘোষকে।

খড়গপুরে বসে  শহিদ দিবসে TMC নিয়ে মন্তব্য দিলীপেরখড়গপুরে বসে শহিদ দিবসে TMC নিয়ে মন্তব্য দিলীপের
Aajtak Bangla
  • খড়গপুর,
  • 21 Jul 2025,
  • अपडेटेड 9:58 AM IST


২১ জুলাইয়ের মঞ্চে তাঁকে দেখা যাবে। বহুদিন ধরেই এমন জল্পনা চলছিল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে। দিলীপবাবু দলবদল করতে চলেছেন, এই নিয়ে রাজ্য রাজনীতিতে কম আলোচনাও হয়নি। এদিকে ২১ জুলাইয়ের সকালে একেবারে নিজের ইউনিক স্টাইলেই পাওয়া গেল দিলীপ ঘোষকে। পশ্চিম মেদিনীপুরে সংবাদমাধ্যমের সামনে দিলীপ ঘোষ বলেন, 'তৃণমূল শহিদ হয়ে যাবে, এটাই শেষ শহিদ দিবস। ২০২৬ সালে শহিদ হয়ে যাবে তৃণমূল।'

 

একুশে জুলাইয়ের দিন তিনি যে চমক দেবেন, সেই কথাটা বারংবার বলেছিলেন দিলীপ ঘোষ।  এদিন কোনও না কোনও মঞ্চে দেখা যাবে বলেই দাবি করেছিলেন দিলীপ ঘোষ। সেইমতো  ধর্মতলায় তৃণমূলের ‘শহিদ দিবসের’ পাল্টা এদিন মেদিনীপুরের খড়গপুরে বিজেপির ‘শহিদ দিবস’ করছেন তিনি।

 সোমবার খড়গপুরে 'শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা'র আয়োজন করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই দিন তৃণমূলের 'শহিদ দিবস' পালনের পাল্টা হিসেবে দিলীপ ঘোষ এই সভার ডাক দিয়েছেন। তাঁর প্রথম নির্বাচিত এলাকা খড়গপুরে মূলত বিজেপির আদি কর্মীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হবে। দিল্লিতে দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠকের পর রাজ্য রাজনীতিতে নতুন করে সক্রিয় হচ্ছেন দিলীপ ঘোষ।

 দিলীপ ঘোষ বলছেন, ‘বিজেপি একুশে জুলাই শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা করছে এটা কি কোনও চমক নয়? তৃণমূল তো এতদিন এই দিনটায় নিজেদের একটা বাৎসরিক অনুষ্ঠান করে আসছে। ডিম ভাতের প্রোগ্রাম চলে। আমরা মনে করি, শহিদ তো আমাদের হয়েছে। যে শহিদদের নিয়ে এত নাটক, তারা তো কংগ্রেসের। তৃণমূলের সঙ্গে ওদের কী সম্পর্ক?’ সেইসঙ্গে  তাঁর বক্তব্য,  ‘বিজেপির বহু কর্মী এই বাংলায় রাজনৈতিক লড়াইয়ে নিহত হয়েছেন। তাদের শ্রদ্ধাঞ্জলি দিতেই আজকের সভা। তবে আমার মনে হয় তৃণমূল এবার নিজেরাই শহিদ হয়ে যাবে।’

 

Read more!
Advertisement
Advertisement