
সাত সকালে হাওড়ার ফোরশোর রোডের একটি গুদামে বিধ্বংসী আগুন। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। যে গুদামে আগুন লেগেছে, তার পাশে একটি পেট্রোল পাম্প রয়েছে। যার জেরে আগুন সেখানেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই পাম্পটি বন্ধ করা হয়েছে। ফোরশোর রোডেরও একাংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে ওই গুদামটিতে আগুন ধরে যায়। প্লাস্টিকের জিনিসপত্র মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ও ভয়াবহ আকার নেয়। খবর যায় পুলিশ ও দমকলে। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
কী কারণে গুদামে আগুন লাগল তা জানা যায়নি। দমকল সূত্রে খবর, আগুন পুরোপুরি নেভানোর পরে এই বিষয়ে বলা যাবে। আগুন লাগার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়াতে পারে।