Advertisement

পরিবারের প্রথম কন্যা সন্তান, ফুল দিয়ে সাজানো গাড়িতে বাড়ি নিয়ে গেলেন দাদু

সুসজ্জিত চারচাকা গাড়ি এল হাসপাতালে। সকলেই অবাক কী ব্যাপার? হাসপাতালে এমন সুসজ্জিত গাড়ি কেন? জানা গেল এক সদ্যোজাতকে বাড়ি নিয়ে যেতেই এই গাড়ি এসেছে। সবটাই আয়োজন এক কন্যার জন্য।

পরিবারের প্রথম কন্যা সন্তান, ফুল দিয়ে সাজানো গাড়িতে বাড়ি নিয়ে গেলেন পরিবারের প্রথম কন্যা সন্তান, ফুল দিয়ে সাজানো গাড়িতে বাড়ি নিয়ে গেলেন
স্বপন কুমার মুখার্জি
  • মেমারি, পূর্ব বর্ধমান,
  • 09 Apr 2025,
  • अपडेटेड 3:21 PM IST
  • গত রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি গ্রামীণ হাসপাতালে হুগলির এক প্রসূতির কন্যা সন্তান হয়
  • শেখ জাহাঙ্গির জানান, প্রথম থেকেই ইচ্ছা ছিল যদি কন্যা সন্তানের জন্ম হয় এইভাবে আনন্দ করে বাড়ি নিয়ে যাবেন

সুসজ্জিত চারচাকা গাড়ি এল হাসপাতালে। সকলেই অবাক কী ব্যাপার? হাসপাতালে এমন সুসজ্জিত গাড়ি  কেন? জানা গেল এক সদ্যোজাতকে বাড়ি নিয়ে যেতেই এই গাড়ি এসেছে। সবটাই আয়োজন এক কন্যার জন্য। পরিবারে প্রথম কন্যা সন্তানের আগমন বলে কথা। তাই দাদুর এমন আয়োজন। সেই সন্তান জন্ম নিয়েছে এই হাসপাতালে। তাই হাসপাতাল থেকে ধুমধাম করে বাড়ি নিয়ে গেল পরিবারের লোকজন।

গত রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি গ্রামীণ হাসপাতালে হুগলির এক প্রসূতির কন্যা সন্তান হয়। মঙ্গলবার ৮ এপ্রিল তাঁর পরিবারের লোক যা করলেন তাতে হতবাক এলাকার মানুষজন। হুগলি জেলার বৈঁচির আলিপুরের বাসিন্দা শেখ জাহাঙ্গির নামের ওই ব্যক্তি জানান, তাঁর বউমার এই প্রথম কন্যা সন্তান হয়েছে। মেমারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন বউমা। মঙ্গলবার ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তাই কন্যা সন্তানকে বাড়ি নিয়ে যেতে একটি চারচাকা গাড়ি ফুল দিয়ে সাজিয়ে মা ও সদ্যোজাতকে নিয়ে যেতে এসেছি। শেখ জাহাঙ্গির জানান, প্রথম থেকেই ইচ্ছা ছিল যদি কন্যা সন্তানের জন্ম হয় এইভাবে আনন্দ করে  বাড়ি নিয়ে যাবেন। কন্যা সন্তানের জন্ম হওয়ায় খুশি পরিবারের লোকজন, আত্মীয়-স্বজনরা।

নবজাতকের মা জানিয়েছেন, কন্যা সন্তানের জন্ম দিতে পেরে তিনি গর্বিত। তাঁর কাছে এই দিনটি চির স্মরণীয় হয়ে থাকবে। শ্বশুরের এরকম উদ্যোগে তিনি অত্যন্ত খুশি।

আরও পড়ুন

সংবাদদাতাঃ সুজাতা মেহেরা

Read more!
Advertisement
Advertisement