Advertisement

প্রাক্তন তৃণমূল সাংসদের সঙ্গে দেখা করলেন হুমায়ুন কবীর, দলবদলের জল্পনা

ম্প্রতি জনতা উন্নয়ন পার্টি খুলেছেন হুমায়ুন কবীর। স্থাপন করেছেন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তরও। আর সেই হুমায়ুন এবার প্রাক্তন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ করলেন। সুনীলের পূর্ব বর্ধমানের বাড়িতে গিয়ে দেখা করলেন হুমায়ুন। যা ঘিরে জেলাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

প্রাক্তন তৃণমূল সাংসদের সঙ্গে দেখা করলেন হুমায়ুন কবীরপ্রাক্তন তৃণমূল সাংসদের সঙ্গে দেখা করলেন হুমায়ুন কবীর
প্রীতম ব্যানার্জী
  • বর্ধমান,
  • 02 Jan 2026,
  • अपडेटेड 8:32 PM IST
  • বিশেষজ্ঞরা প্রায়ই বলে থাকেন রাজনীতিতে কোনও কিছুই অসম্ভব নয়।
  • হুমায়ুন এবার প্রাক্তন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ করলেন।
  • ঘটনা ঘিরে জেলাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

বিশেষজ্ঞরা প্রায়ই বলে থাকেন রাজনীতিতে কোনও কিছুই অসম্ভব নয়। অতীতে রাজনীতির ময়দানে বিভিন্ন সময় এই ধরনের ঘটনা দেখাও গিয়েছে। এবার ফের তেমনই এক ঘটনারা সাক্ষী রইল পূর্ব বর্ধমান। সম্প্রতি জনতা উন্নয়ন পার্টি খুলেছেন হুমায়ুন কবীর। স্থাপন করেছেন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তরও। আর সেই হুমায়ুন এবার প্রাক্তন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ করলেন। সুনীলের পূর্ব বর্ধমানের বাড়িতে গিয়ে দেখা করলেন হুমায়ুন। যা ঘিরে জেলাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

এই প্রসঙ্গে হুমায়ুন কবীর জানান, সুনীল মণ্ডলের সঙ্গে তাঁর পুরোনো সম্পর্ক। তাই হুগলি থেকে ফেরার পথে দেখা করলেন। তিনি বলেন, "দীর্ঘদিন আমরা একসঙ্গে বিধায়ক ছিলাম। যদিও আমাদের দল আলাদা ছিল। আমাদের ভালো সম্পর্ক। আর রাজনীতিতে কোনও সম্ভব-অসম্ভব বলে কিছু নেই। সময়ের জন্য অপেক্ষা করতে হয়।" 

সুনীল মণ্ডলের সঙ্গে হুমায়ুন কবীবেব এই সাক্ষাৎ নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিকমহলে। তবে কি হুমায়ুনের নতুন দলে যোগ দিতে চলেছেন সুনীল? আগামিদিনে কি বিধানসভা নির্বাচনে হুমায়ুনের দলের প্রার্থী হিসাবে দেখা যেতে পারে প্রাক্তন তৃণমূল সাংসদকে? সুনীল মণ্ডল অবশ্য বলেন, "রাজনীতি নিয়ে কোনও কথা হয়নি। পুরোনো দিনের কথাই হল।" 

- সুজাতা মেহেরা

Read more!
Advertisement
Advertisement