Advertisement

Malda: পরকীয়ায় বাধা, প্রাক্তন পঞ্চায়েত সদস্যাকে বালিশ চাপা দিয়ে খুন; অভিযুক্ত স্বামী

পরকীয়ায় বাধা দেওয়ায় খুন মহিলা। নাম বিলকিস বিবি(৩৮)। তাঁর মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত মোস্তাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ।

Representative ImageRepresentative Image
Aajtak Bangla
  • মালদা ,
  • 08 Jul 2025,
  • अपडेटेड 5:22 PM IST
  • পরকীয়ায় বাধা দেওয়ায় খুন মহিলা
  • তাঁর মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ

পরকীয়ায় বাধা দেওয়ায় খুন মহিলা। নাম বিলকিস বিবি(৩৮)। তাঁর মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত মোস্তাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ। চাঁচলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।  

চাঁচল থানার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের চাড়ালু গ্রাম। সেখানেই বেশ কয়েক বছর মোস্তাফিজুর রহমানের সঙ্গে বিয়ে হয় বিলকিস বিবির। সব ঠিকই ছিল। তবে কয়েক মাস আগে মোস্তাফিজুর বাড়ির পাশে বিয়ে হওয়া পিসতুতো শ্যালিকার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে বলে অভিযোগ। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। এদিকে ঘটনা জানাজানি হয়ে যায়। তা নিয়ে বাড়িতে স্ত্রী বিলকিসের প্রশ্নের মুখে পড়তে হয় মোস্তাফিজুরকে।  

এরইমধ্যে মাস তিনেক আগে ভিনরাজ্যে কাজের জন্য চলে যায় মোস্তাফিজুর। অভিযোগ সেখানে সে প্রেমিকাকে নিয়ে গিয়ে বিয়েও করে নেয়। সম্প্রতি সে বাড়ি ফেরে। তবে দ্বিতীয় স্ত্রী-কে বাড়িতে আনেননি। তবে সে বাড়িতে আসার পরই বিলকিস অশান্তি শুরু করে। তখন বিলকিসের উপর অত্যাচার শুরু করে তার স্বামী।  

অভিযোগ, সোমবার রাতে শোওয়ার ঘরে বিলকিসকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে মোস্তাফিজুর ও তার পরিবারের একাধিক সদস্য। মঙ্গলবার সকালে সামনে আসে ঘটনা। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় জানান মৃতার বাবা। 

 পুলিশ সূত্রে খবর, অভিযোগ দায়ের হলে অভিযুক্তদের গ্রেফতার করা হবে। আপাতত আটক করা হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কেন খুন তা খতিয়ে দেখা হবে। এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হবে।  
        

TAGS:
Read more!
Advertisement
Advertisement