টিভির পর্দায় চোখ রেখেছিলেন মা। তাঁর থেকে সুখবরটা শুনে প্রথমটায় চমকে উঠেছিল ঈশানী চক্রবর্তী। বাঁকুড়ার কোতলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী যেন বিশ্বাসই করতে পারছে না, এ বছরের মাধ্যমিকে মেয়েদের মধ্যে সে প্রথম স্থান অধিকার করেছে। প্রাপ্ত নম্বরের (৬৯৩) হিসেবে মেধাতালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঈশানী। ভবিষ্যতে পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করতে চায় মাধ্যমিকের ফার্স্ট গার্ল।
কোতলপুরের নাম ঊজ্জ্বল করতে পেরে গর্বিত ঈশানী। সে বলে, 'কোতলপুর এবং আমার বিদ্যালয়ের নাম এত জনের সামনে তুলে ধরতে পেরে আমি গর্ব অনুভব করছি। বাবা-মা, স্কুল শিক্ষক এবং প্রাইভেট টিউটরদের আশা পূরণ করতে পেরে আমি খুব খুশি।' ভালো ফলাফলের রহস্য কী? সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মাধ্যমিকের ফার্স্ট গার্ল ঈশানীর জবাব, 'পড়াশোনার কোনও বাধাধরা সময় থাকে না। আমি প্রতিদিন টপিক বেছে নিতাম। সেই অনুযায়ী পড়তাম। প্রত্যেকের উচিত টেক্সট বুক খুঁটিয়ে পড়া। সর্বোপরি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। প্রতিটি বিষয়ে স্পষ্ট ধারণা তৈরি করে পড়লে ভালো ফল করা সম্ভব।'
কেবলমাত্র ঈশানীই নয়, এ বছরের মাধ্যমিকের মেধাতালিকায় মেয়েদের সংখ্যাটা নেহাত কম নয়। চলতি বছরের মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। এর মধ্যে ছেলেদের সংখ্যা ৪ লক্ষ ২৫ হাজার ৮৮১ জন। মেয়েদের সংখ্যা ৫ লক্ষ ৪৩ হাজার ৫৪৪ জন। ছেলেদের চেয়ে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৭.২৬ শতাংশ বেশি। এ বছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৫৬ শতাংশ। গত বার ছিল ৮৬.৩১ শতাংশ। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। মাধ্যমিকে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর (৯৬.৪৬%)। তার পর যথাক্রমে কালিম্পং, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর।
আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন(LIVE NOW)। wbresults.nic.in(Click Here) এবং wbbse.wb.gov.in(Click Here) এই দুই ওয়েবসাইটের মাধ্যমে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।