Advertisement

অশোকনগরের কাছে শান্তনু ঠাকুরের কনভয়ে ধাক্কা, দুমড়ে গেল গাড়ি; 'ফলো করছিল' দাবি মন্ত্রীর

গাড়িটি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয় ফলো করে আসছিল বলে অভিযোগ উঠেছে। কনভয় যখন গুমা পেরিয়ে অশোকনগরের মানিকতলা এলাকা জ্যামে আটকে পড়ে, তখন পিছন থেকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে। যদিও এই ঘটনার জেরে কোনওরকম চোট পাননি কেন্দ্রীয় মন্ত্রী। তবে গাড়ির পিছনে অংশ দুমড়ে মুছড়ে গিয়েছে।

অশোকনগরের কাছে শান্তনু ঠাকুরে কনভয়ে ধাক্কা দুমড়ে গেল গাড়ি, 'ফলো করছিল' দাবি মন্ত্রীরঅশোকনগরের কাছে শান্তনু ঠাকুরে কনভয়ে ধাক্কা দুমড়ে গেল গাড়ি, 'ফলো করছিল' দাবি মন্ত্রীর
Aajtak Bangla
  • দমদম,
  • 26 Aug 2023,
  • अपडेटेड 12:19 AM IST
  • অশোকনগরের কাছে মন্ত্রীর গাড়িতে ধাক্কা

দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর (Santanu Thakur)। তাঁর কনভয়। শনিবার সন্ধ্যায় অশোকনগর থানার মানিকতলা সংলগ্ন যশোর রোডে (Jessore Road) কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয়ের (Convoy) পিছনের একটি গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। দুর্ঘটনায় যদিও কারও আহত হওয়ার খবর নেই। তবে ট্রাকটি তাঁর কনভয়ের পিছনে ফলো করে আসছিল বলে মন্ত্রী দাবি করেছেন। যদিও এদিন সন্ধ্যে পর্যন্ত থানায় লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

গাড়িটি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয় ফলো করে আসছিল বলে অভিযোগ উঠেছে। কনভয় যখন গুমা পেরিয়ে অশোকনগরের মানিকতলা এলাকা জ্যামে আটকে পড়ে, তখন পিছন থেকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে। যদিও এই ঘটনার জেরে কোনওরকম চোট পাননি কেন্দ্রীয় মন্ত্রী। তবে গাড়ির পিছনে অংশ দুমড়ে মুছড়ে গিয়েছে।

এই ঘটনা নিয়ে শান্তনু ঠাকুর বলেছেন, “আমি বিমানবন্দর থেকে ফিরছিলাম। গাড়ি যখন গুমা পেরিয়ে অশোকনগরের মানিকতলা এলাকায় আসে, তখন জ্যামে দাঁড়িয়ে পড়ে। তখন পিছন থেকে বোলেরো গাড়ি কনভয়ে এসে ধাক্কা মারে। ধাক্কার জেরে ইনোভা গাড়িটির পিছন দুমড়ে গিয়েছে। ১০ কিলোমিটার আগে থেকেই এই গাড়িটি আমাদের ফলো করছিল। আমি উদ্দেশ্য নিয়ে কিছু বলব না। না জেনে কোনও রাজনৈতিক অভিপ্রায় ছিল কি না, তা বলব না। কিন্তু এ ভাবে ১০ কিলোমিটার ফলো করে দাঁড়িয়ে থেকে ধাক্কা মারার উদ্দেশ্য জানা দরকার।" তিনি থানায় মৌখিকভাবে তাঁর অভিযোগ জানিয়েছেন। লিখিত অভিযোগও দায়ের করবেন বলে জানান।”

আরও পড়ুন

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে দিল্লি (Delhi) থেকে বিমানে দমদম বিমানবন্দরে (Dumdum Airport) নেমে ঠাকুরনগরের বাড়িতে ফিরছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। যশোর রোড ধরে যাওয়ার সময় অশোকনগরের মানিকতলা এলাকায় যানজটের কারণে তাঁর কনভয় দাঁড়িয়েছিল। অভিযোগ, সেই সময় কনভয়ের পিছনে থাকা একটি গাড়ির পিছনে ধাক্কা মারে একটি ট্রাক। যদিও হতাহতের কোনও খবর নেই। ক্ষয়ক্ষতিও তেমন হয়নি বলেই খবর।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement