Advertisement

Sukanta Majumdar: নবদ্বীপে সুকান্তের কনভয় লক্ষ্য করে 'ইট', গাড়ি ভাঙচুর, আহত ২ BJP কর্মী

কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি আগেই বেরিয়ে এসেছিল। পিছনে ছিল একটি-দুটি গাড়ি। সেই গাড়িতেই চলে হামলা। বিজেপির দাবি, তাদের দু'জন কর্মীর মাথা ফেটে গিয়েছে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দু'জনকে। অনুপম তালুকদার নামে এক কর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কল্যাণীর এইমসে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। 

Sukanta MajumdarSukanta Majumdar
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Nov 2025,
  • अपडेटेड 12:11 AM IST

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয় লক্ষ্য করে হামলার অভিযোগ।  ঘটনাটি ঘটেছে নবদ্বীপে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে। একদল দুষ্কৃতী গাড়িতে ইট ও লাঠি দিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ। ঘটনায় বিজেপির দু'জন কর্মী গুরুতর আহত হয়েছেন বলে খবর। এই হামলার পিছনে তৃণমূলের দুষ্কৃতীরা রয়েছে বলে অভিযোগ বিজেপির। 

কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি আগেই বেরিয়ে এসেছিল। পিছনে ছিল একটি-দুটি গাড়ি। সেই গাড়িতেই চলে হামলা। বিজেপির দাবি, তাদের দু'জন কর্মীর মাথা ফেটে গিয়েছে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দু'জনকে। অনুপম তালুকদার নামে এক কর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কল্যাণীর এইমসে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। 

সুকান্ত জানান,'নবদ্বীপে রাস পূর্ণিমার অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলাম। আমার কনভয়ের দুটি গাড়ি পিছিয়ে পড়েছিল। ওই দুটি গাড়িতেই চলে হামলা। পুলিশ ব্যবস্থা না নিলে কী করতে হয়, সেটা আমরা জানি। আমাদের দুজন কর্মী আহত'। 

আরও পড়ুন

সুকান্ত আরও বলেন,'আমাদের দুজন কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে। আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই, কোনও কড়া ব্যবস্থা না নেওয়া হলে, রক্তের হিসেব আমরা বুঝে নেব। অভিযুক্তদের গ্রেফতার না করা হলে আমরাই ব্যবস্থা নেব। বিজেপি সেই ক্ষমতা রাখে'।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই উত্তরবঙ্গে হামলার মুখে পড়েছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও সাংসদ খগেন মুর্মু। গুরুতর আহত হন খগেন। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এবার হামলার মুখে সুকান্ত মজুমদার।
 

Read more!
Advertisement
Advertisement