Advertisement

পরপর ৪ দোকানে চুরি, গীতা নিয়ে এই কাজ করে পালাল 'ধার্মিক চোর'

রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্য়েই চুরি ডাকাতির বিভিন্ন খবর পাওয়া যায়। কোনও কোনও চুরি বা ডাকাতির খবর তো রীতিমতো এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। তবে এবার এমন ঘটনা ঘটল, যা জানলে আপনি কিছুটা অবাকই হবেন। আসলে চোরেরা এমন কাণ্ড ঘটিয়েছে যে অবাক না হয়ে থাকা যায় না। এ যেন ধার্মিক চোর! ভাবছেন এ আবার কেমন কথা?

গীতার পাশে ৫০ টাকার নোটগীতার পাশে ৫০ টাকার নোট
Aajtak Bangla
  • কালনা,
  • 05 Dec 2025,
  • अपडेटेड 6:16 PM IST

রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্য়েই চুরি ডাকাতির বিভিন্ন খবর পাওয়া যায়। কোনও কোনও চুরি বা ডাকাতির খবর তো রীতিমতো এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। তবে এবার এমন ঘটনা ঘটল, যা জানলে আপনি কিছুটা অবাকই হবেন। আসলে চোরেরা এমন কাণ্ড ঘটিয়েছে যে অবাক না হয়ে থাকা যায় না। এ যেন ধার্মিক চোর! ভাবছেন এ আবার কেমন কথা?

এবার সেটাই খোলসা করব আপনাদের সামনে। পূর্ব বর্ধমানের কালনা পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় চারটি দোকানে চুরির পর ভাগবত গীতার উপর ৫০ টাকার নোট রাখল চোরেরা। তারপরেই চম্পট। চুরি হওয়া ওই দোকান মালিকের কথায়, চুরির পর পাপ কিছুটা কমাতেই এই পন্থা অবলম্বন চোরেদের। কালনা পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় পরপর ৪টি ছোট দোকানে চুরির ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। শুধু এই চারটি দোকানই নয়, কালনায় আরও বেশ কয়েকটা দোকানে চুরির ঘটনা ঘটেছে বলেও অভিযোগ।

দোকানদারদের অভিযোগ, গভীর রাতে তালা ভেঙে দোকানে ঢুকে ক্যাশবাক্সে থাকা সমস্ত টাকা পয়সা, এমনকী কিছু খাবারদাবারও নিয়ে গিয়েছে চোরেরা। কিন্তু সবচেয়ে অবাক করা ঘটনা ঘটেছে কালনার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার। ফলের ব্যবসায়ী যাদব সাহা বলেন, দোকানের ক্যাশ বাক্সে থাকা খুচরো পয়সা এবং নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের। দোকানেই রাখা থাকে একটি ভগবত গীতা। সেটির উপর দোকানেরই একটি ময়লা ৫০ টাকা রাখে চোরেরা। মনে হয় কিছুটা পাপ খন্ডাতেই এই কান্ড চোরেদের।

একইসঙ্গে স্থানীয় আরও একাধিক দোকানে চুরি হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি কালনা শহরে আরও বেশ কয়েকটি জায়গাতেও চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। এসডিপিও রাকেশ চৌধুরী বলেন, পূর্বস্থলী এবং কালনায় বেশ কয়েকটি জায়গায় চুরির ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করছে। খুব শিঘ্রই অভিযুক্তরা ধরা পড়বে।

TAGS:
Read more!
Advertisement
Advertisement