Advertisement

Toto Driver Became Crorepati: সরস্বতী পুজোয় দুপুরে লটারি কাটলেন, বিকেলেই কোটিপতি টোটোচালক

পেশায় টোটো চালক। কিন্তু সংসারে সুখের দিন ফেরাতে চোখে অনেক স্বপ্ন। আর তাই মাঝে মধ্যেই ভাগ্য ফেরানোর আশায় লটারির টিকিট কাটতেন। কিন্তু লটারির টিকিট কাটলেই কি আর সবাই পুরস্কার জেতেন? তবু আশা ছাড়েননি ওই টোটো চালক। বলা তো যায় না,কবে কপাল খুলে যায়। শেষ পর্যন্ত সুদিন ফিরল। সরস্বতী পুজোর দিন দুপুরে বাড়ি ফেরার পথে ১৫০ টাকা দিয়ে লটারির টিকিট কাটেন তিনি। দুপুর ১ টায় খেলা ছিল। বিকেল চারটে নাগাদ ফলাফল বেরোলে রীতিমতো চোখ কপালে ওঠে ওই টোটো চালকের

টিকিট কেটে রাতারাতি কোটিপতি টোটো চালকটিকিট কেটে রাতারাতি কোটিপতি টোটো চালক
স্বপন কুমার মুখার্জি
  • চাপড়া,
  • 03 Feb 2025,
  • अपडेटेड 11:30 AM IST

পেশায় টোটো চালক। কিন্তু সংসারে সুখের দিন ফেরাতে চোখে অনেক স্বপ্ন। আর তাই মাঝে মধ্যেই ভাগ্য ফেরানোর আশায় লটারির টিকিট কাটতেন। কিন্তু লটারির টিকিট কাটলেই কি আর সবাই পুরস্কার জেতেন? তবু আশা ছাড়েননি ওই টোটো চালক। বলা তো যায় না,কবে কপাল খুলে যায়। শেষ পর্যন্ত সুদিন ফিরল। সরস্বতী পুজোর দিন দুপুরে বাড়ি ফেরার পথে ১৫০ টাকা দিয়ে লটারির টিকিট কাটেন তিনি। দুপুর ১ টায় খেলা ছিল। বিকেল চারটে নাগাদ ফলাফল বেরোলে রীতিমতো চোখ কপালে ওঠে ওই টোটো চালকের। হবে নাই বা কেন?  রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন যে! এরপরই টিকিট-সহ ছেলেকে নিয়ে সোজা থানায় পৌঁছন সদ্য কোটিপতি  হওয়া টোটো চালক। 

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার সীমান্তবর্তী রানাবন্ধ গ্রামে। ওই টোটা চালকের নাম দানিয়েল মণ্ডল। সুদিন আনতে  মাঝেমধ্যেই লটারির টিকিট কাটতেন তিনি। কিন্তু পুরস্কার মিলতো না। অন্যান্য দিনের মতো সরস্বতী পুজোর দিন দুপুরে বাড়ি ফেরার পথে নদিয়ার চাপড়া বাজার রাস্তায় ধার থেকে ১৫০ টাকা দিয়ে লটারির টিকিট কাটেন তিনি। দুপুর ১ টায় খেলা ছিল। কিন্তু তিনি লটারির ফলাফল মেলান বিকেল ৪টে নাগাদ। টিকিট মিলাতেই চক্ষু চরক গাছ। টিকিটে মিলেছে কোটি টাকা। কিছুতেই যেন বিশ্বাস হচ্ছিল না তার।

এরপরেই টিকিট-সহ ছেলেকে সঙ্গে নিয়ে দানিয়েল মণ্ডল সটান হাজির হন চাপড়া থানায়। সুরক্ষার স্বার্থে আপাতত চাপড়া থানায় লটারি টিকিটটি গচ্ছিত রাখেন তিনি। লটারি জিতে টোটো চালক দানিয়েল মণ্ডল অত্যন্ত খুশি।

সংবাদদাতাঃ নীলয় ভট্টাচার্য
 

Read more!
Advertisement
Advertisement