Advertisement

Mamata Banerje on Minority Voters: 'শুধু ইদে আসলে হবে না...' SIR নিয়ে সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকদের কী বার্তা মমতার?

মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, সংখ্যালঘু ভাই-বোনেরা শুধু ফিরে এলে হবে না। ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা করুন। এখানেই থাকার চেষ্টা করুন। যদি অন্য মানুষ দুটো খেতে পায় তাহলে আপনারাও পাবেন।

সংখ্যালঘু পরিযায়ীদের উদ্দেশ্যে বড় বার্তা মমতারসংখ্যালঘু পরিযায়ীদের উদ্দেশ্যে বড় বার্তা মমতার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jul 2025,
  • अपडेटेड 8:43 AM IST

মঙ্গলবার বীরভূমের  ইলামবাজারে প্রশাসনিক সভায় পরিযায়ী শ্রমিকদের ফের একবার ফিরে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলাভাষীদের হেনস্তার অভিযোগ তুলেও সরব হন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য,  ‘আপনারা পরিজনদের ফিরিয়ে আনুন। ওঁরা ওখানে যে কাজ করে, বাংলায় সেকাজ করবে। ফিরে আসতে চাইলে গাড়ি ভাড়া আমরা দেব। এখানে কাজের অভাব নাই।’ তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে গুজরাত, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, অসমের মতো জায়গা, যেখানে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে, সেখানে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। ওই সমস্ত শ্রমিকরা আমাদের সময় বাইরে কাজ করতে যাননি। গিয়েছে আমরা ক্ষমতায় আসার আগে। তাঁদের সমস্ত নথি রয়েছে। অথচ ধরে নিয়ে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। নয়তো থানায় ঘোরানো হচ্ছে। তাই আমরা চাইছি আপনারা ফিরে আসুন।’ পাশাপাশি পরিযায়ী সংখ্যালঘু ভোটারদেরও বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, নতুন ভোটার তালিকা রেজিস্ট্রেশনের নামে NRC চালু করার ব্যবস্থা করা হচ্ছে। মনে রাখবেন, বাংলায়, আমাদের ভোটার তালিকা থেকে একটিও নাম বাদ দেওয়া উচিত নয়। প্রকৃত ভোটারদের এটি মনে রাখা উচিত। যদি কেউ বাদ পড়ে, তারা প্রতিবাদ করবে। এটি আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। যে ছাত্রছাত্রীরা ১৮ বছর বয়সী হবে তাদের সকলের নাম রেজিস্ট্রার করা উচিত। এটি আপনার সুরক্ষা। সংখ্যালঘু ভাইবোনেরা যারা বাইরে কাজ করেন, এমনটা হবে না যে আপনি কেবল ইদে আসবেন। আমি চাই প্রত্যেক ব্যক্তি এখানে এসে এখানে থাকুক। আমি আমার সংখ্যালঘুদের এখানে এসে থাকতে বলব। ইদের সময় খালি আসবেন না। আপনার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা দরকার। অন্যরা যদি দু'বার খাবার পায়, তাহলে আপনিও পাবেন।'

মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, সংখ্যালঘু ভাই-বোনেরা শুধু ফিরে এলে হবে না। ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা করুন। এখানেই থাকার চেষ্টা করুন। যদি অন্য মানুষ দুটো খেতে পায় তাহলে আপনারাও পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের  কথায় উঠে এসেছে ফের একবার  কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ, সড়ক যোজনার রাস্তা বন্ধ করে দিয়েছে। আমাদের টাকা অন্য রাজ্যকে দিচ্ছে। বাংলাকে বঞ্চনা আমরা মানব না।’ এদিন প্রশাসনিক সভায় একগুচ্ছ প্রকল্পের শিল্যানাস এবং উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘কেন্দ্র ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছে। সেই কারণে আমরা কর্মশ্রী প্রকল্প চালু করে ৫৮ দিন কাজ দিয়েছি। ব্যয় হয়েছে ২১৫ কোটি ২৯ লক্ষ টাকা।’

Advertisement

বাংলাভাষীদের হেনস্তার ঘটনা প্রসঙ্গে এদিন ফের ভাষা সন্ত্রাসের অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, 'বাংলা ভাষার উপর অত্যাচার মানব না । রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি, কাজী নজরুল ইসলাম, মাতঙ্গিনী হাজরার উপর অত্যাচার মানব না।'
 

Read more!
Advertisement
Advertisement