ভারত-বাংলাদেশ সীমান্তে আরও একটি বাঙ্কার। নদিয়ার কৃষ্ণনগরের সেক্টরের টুঙ্গি সীমান্তে দেড় কিলোমিটারের মধ্যে মোট ৪টি বাঙ্কারের হদিশ মিলল। উপর থেকে সাদামাটি টিনের ছাউনি। মাটির নিচে লোহার রহস্যজনক বাঙ্কার!শুক্রবার ৩টির খোঁজ মিলেছিল। শনিবার আরও একটি। সীমান্তে কি বড়সড় নাশকতার ছক কষা হচ্ছে?