হঠাৎ দিলীপ ঘোষের নামে জয়ধ্বনি তৃণমূল কর্মীদের। বুধবার দলীয় লাইন ভেঙে দিঘার জগন্নাথ মন্দিরে দর্শন, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তুঙ্গে জল্পনা। সেই জল্পনা উস্কে দিঘায় তৃণমূল কর্মীদের মুখে শোনা গেল, 'দিলীপ ঘোষ তৃণমূলে স্বাগতম', 'দিলীপ ঘোষ জিন্দাবাদ'। এক তৃণমূল কর্মী বললেন,'দিলীপ ঘোষের মতো সেলিব্রিটি পেলে তৃণমূলের সুবিধা হবে'।