মুহূর্তের মধ্যে বিস্ফোরণ। প্রাণ কাড়ল 9 জনের। বিস্ফোরণ দেখে আপনার একবার মনে হবে যেন ইউক্রেনের কোনও খবর দেখছেন। যেখানে রাশিয়া হামলা চালাচ্ছে। আর ধোয়ায় ঢেকে যাচ্ছে গোটা এলাকা। তবে এই ছবি ইউক্রেনের নয়। একেবারে আমাদের বাংলার ছবি। যে বাংলাকে আমরা শান্তশিষ্ট হিসাবে চিনে এসেছি, সেই বাংলায় এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে রাজ্য রাজনীতির চর্চার বিষয় এগরায় বিস্ফোরণ। সেই বিস্ফোরণের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর যেন মৃত্যু মিছিল চলছে। যিনি এই বাজি কারখানার মালিক, ভানু বাগ তিনিও জখম হয়েছেন। তিনি কটক হাসপাতালে রয়েছেন। তবে এই কারখানাটি পুরোপুরি অবৈধ। এই প্রথম নয়। বছর পাঁচেক আগেও বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় ভানুর ভাইয়েরও। এমনকী ভানুকে অবৈধ কারখানা চালানোর জন্য জেলও খাটতে হয়েছিল। বিস্ফোরণের পরেই এদিক ওদিক ছড়িয়ে ছটিয়ে ছিল মৃত দেহ। তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ভানু বাগের ছেলেকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার তদন্তভার নিয়েছে CID BJP সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, TMC নেতার বাড়িতে বোমা তৈরি হচ্ছিল। সেখানেই বিস্ফোরণ হয়েছে। ঘটনার NIA তদন্তও দাবি করেছেন। সব মিলিয়ে এগরারা এই বিস্ফোরণকাণ্ডে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।