নির্মাণের ১ বছরের মধ্যেই সেই রাস্তার বেহাল দশা। রাস্তা ভেঙে নখ-দাঁত বেরিয়ে পড়েছে। সেই ভাঙা রাস্তা ও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রশ্নের মুখে গ্রাম পঞ্চায়েতের কর্মচারীরা। সোমবার সকালে উত্তর ২৪ পরগণা জেলার বাগদার কানিয়াড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল পরিদর্শনে আসেন। পঞ্চায়েত অফিসে উপভোক্তাদের সঙ্গে কথা বলে ওই প্রতিনিধি দলের সদস্যরা আবাস যোজনা ও ১০০ দিনের কাজ পরিদর্শনে যান বালিদাপুকুর গ্রামে। সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয় পঞ্চায়েত কর্মীদের। এসময়ই স্থানীয় একটি ভগ্নপ্রায় রাস্তার প্রসঙ্গ উঠে। এক বছর আগে নির্মিত ওই ঢালাই রাস্তার ভগ্ন দশা কী করে হল তা নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা প্রশ্ন তোলেন। এক বছরের মধ্যে কী করে ভাঙলো এই রাস্তা? প্রশ্ন করেন খোদ কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। গ্রামবাসীদের দাবি, এক বছর আগে রাস্তা নির্মাণ হয়েছিল তার মধ্যেই রাস্তা ভেঙে গিয়েছে।