এক বছরও কাটল না। তারই মধ্যে খড়গপুর-বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কে বায়ুসেনার আপৎকালীন রানওয়েতে ফাটল ও ধস। চলতি বছরেরই উদ্বোধন হয়েছিল খড়গপুর-বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কে বায়ুসেনার আপৎকালীন রানওয়ে। বেলদা থানার বাখরাবাদ এলাকায় সেই রানওয়েতে দেখা দিল ফাটল, নামল ধসও। আর এ নিয়ে আশঙ্কায় যাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, রানওয়ে তৈরীর সময় থেকেই নিম্নমানের কাজ চলছিল, তা নির্মাণকারী সংস্থাকে জানানো হলেও তাঁরা কর্ণপাত করেনি। পাশেই রয়েছে স্কুল, কয়েকশো ছাত্র প্রতিদিন ওই রাস্তা ধরে স্কুলে যাতায়াত করেন। একেই জাতীয় সড়কে যান চলাচলের চাপ, তার ওপর ধস-ফটল। যেকোনো সময় ঘটতে পারে বিপত্তি। আপাতত স্থানীয় প্রশাসনের তরফে ধস নেওয়া জায়গা গুলিকে ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে। সূত্রের খবর, পুনঃনির্মাণের কাজও শুরু হয়েছে