Advertisement

SIR Form Fraud: মৃতের SIR ফর্ম নিয়ে নাম তোলার চেষ্টা, ডানকুনিতে পাকড়াও বাংলাদেশি

মৃত ব্যক্তির এনুমারেশন ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা বাংলাদেশি যুবকের। ধরা পড়তেই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল মৃত ব্যক্তির আত্মীয় ও প্রতিবেশীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল হুগলির ডানকুনি পৌরসভার ২০ নং ওয়ার্ডের মাথুরডাঙি এলাকায়।

SIR Form জালিয়াতিSIR Form জালিয়াতি
স্বপন কুমার মুখার্জি
  • কলকাতা,
  • 27 Nov 2025,
  • अपडेटेड 5:22 PM IST
  • মৃত ব্যক্তির এনুমারেশন ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা বাংলাদেশি যুবকের
  • ধরা পড়তেই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল মৃত ব্যক্তির আত্মীয় ও প্রতিবেশীরা
  • ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল হুগলির ডানকুনি পৌরসভার ২০ নং ওয়ার্ডের মাথুরডাঙি এলাকায়

মৃত ব্যক্তির এনুমারেশন ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা বাংলাদেশি যুবকের। ধরা পড়তেই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল মৃত ব্যক্তির আত্মীয় ও প্রতিবেশীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল হুগলির ডানকুনি পৌরসভার ২০ নং ওয়ার্ডের মাথুরডাঙি এলাকায়।

জানা গিয়েছে ২০১৫ সালে মারা যান মহসিন খান। সেই নামেই গণনা ফর্ম ফিলাপ করে জমা দেন বাংলাদেশি যুবক নাদিম। মৃত মহসিন খানের দাদা মাইদুল খান জানতে পারেন মৃত ভাইয়ের গণনা ফর্ম ফিলাপ করে জমা দিয়েছেন বাংলাদেশি যুবক নাদিম এবং তা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এর পরই এলাকায় শোরগোল পড়ে যায়। অভিযুক্ত বাংলাদেশি যুবক নাদিমের দাবি, ১৫ বছর ধরে ডানকুনিতে বসবাস করছেন। চার হাজার টাকার বিনিময়ে এখানে ভোটার কার্ড তৈরি করেন। শুধু তাই নয়, বর্তমানে SIR প্রক্রিয়া চলার সময় মৃত মহসিনের গণনা ফর্ম জোগাড় করেন টাকার বিনিময়ে। সেই ফর্ম ফিলআপ করে নিজের ছবি লাগিয়ে জমাও দিয়েছেন।

ঘটনা জানাজানি হতেই বুধবার, ২৬ নভেম্বর রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় মাথুরডাঙি এলাকায়। বাংলাদেশি যুবক নাদিমকে আটকে রাখেন এলাকার বাসিন্দারা। পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে ডানকুনি থানার পুলিশ। পুলিশ এসে নাদিমকে আটক করে থানায় নিয়ে যায়। কীভাবে অন্য এক মৃত ব্যক্তির ভোটার কার্ড ব্যবহার করে SIR তালিকায় নাম তোলার পরিকল্পনা করেছে সে, এর সঙ্গে কারা জড়িত, নাদিমকে জেরা করে জানার চেষ্টা চালাচ্ছে ডানকুনি থানার পুলিশ। (রিপোর্টারঃ রাহি হালদার)

Read more!
Advertisement
Advertisement