Advertisement

Abhishek Banerjee: ছাব্বিশে অভিষেক নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন? ইঙ্গিতপূর্ণ জবাব দিলেন

সুকান্ত মদুমজার, শুভেন্দু অধিকারীদের চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ান। কার্যত সেই চ্যালেঞ্জ গ্রহণ করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'দল চাইলে আমি নন্দীগ্রাম থেকে ভোটে লড়তে পারি।'

নন্দীগ্রাম থেকে লড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?নন্দীগ্রাম থেকে লড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
Aajtak Bangla
  • মহেশতলা,
  • 01 Dec 2025,
  • अपडेटेड 1:42 PM IST
  • অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়াবেন?
  • 'দল চাইলে আমি নন্দীগ্রাম থেকে ভোটে লড়তে পারি'
  • সুকান্ত, শুভেন্দুর চ্যালেঞ্জ নিয়ে কী বললেন অভিষেক?

নন্দীগ্রাম থেকে ভোটে লড়তে প্রস্তুত অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার মহেশতলায় সেবাশ্রয় ২ ক্যাম্পেন থেকে এমনটাই জানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা কার্যত তাঁক চ্যালেঞ্জ করছেন নন্দীগ্রাম থেকে ভোটে লড়ার। তিনি কি লড়বেন?  বাবে কী বললেন অভিষেক?

নন্দীগ্রাম থেকে ভোটে লড়বেন অভিষেক?
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, 'হয়তো সুকান্ত মজুমদারের এটা গোপন ইচ্ছে, তবে তৃণমূলের অভ্যন্তরীণ বিষয় তৃণমূলের উপর ছেড়ে দিন। দল আমাকে যেভাবে কাজে লাগাবে, সেভাবে কাজ করব। দল যদি বলে, নন্দীগ্রামে দাঁড়াতে, দাঁড়াব। যদি বলে, দার্জিলিংয়ে দাঁড়াতে, তাহলেও সেটাই করব। অন রেকর্ড বলছি।'

নন্দীগ্রাম থেকে কি ২০২৬ বিধানসভা ভোটে দাঁড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তবে কি এবার ২০২১ সালের মমতা বনাম শুভেন্দুর বদলে হবে অভিষেক বনাম শুভেন্দু? এই সমস্ত প্রশ্নের জবাবে এবার বড় ইঙ্গিত দিলেন খোদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

কী বলেছিলেন সুকান্ত?

সুকান্ত মজুমদারের বক্তব্য, 'নন্দীগ্রাম থেকেই ভোটে দাঁড়াবেন অভিষেক। সেই কারণেই পুলিশ অফিসারদের নন্দীগ্রামেই বদলি করা হয়েছে।' বালুরঘাটের BJP সাংসদ বলেন, 'আমার কাছে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার নন্দীগ্রামের বিধানসভায় দাঁড়াবে। সেই জন্য নিজের অনুগামী অফিসারদের ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওঁর উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ। সেই উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্য উনি নন্দীগ্রামের বিধানসভায় দাঁড়াবেন বলে খবর আছে।' পরে যদিও নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে সুকান্ত বলেন, 'আমরা এবার ঠিক করেছি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই দাঁড়াবেন, সেই খানেই হারাব।' অপরদিকে, নন্দীগ্রামের বর্তমান বিধায়ক শুভেন্দু অধিকারী আবার বলেছেন, 'এখানে অভিষেক দাঁড়ালেও তাঁকে কেউ ভোট দেবে না।' 

২০২১-এর ফলাফল

উল্লেখ্য, ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আসন বদল করে দাঁড়িয়েছিলেন নন্দীগ্রাম থেকে। যদিও রেজাল্টে দেখা যায় ১৯৫৬ ভোটে তিনি শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের অভিযোগ, লোডশেডিং করিয়ে ষড়যন্ত্র করে হারানো হয়েছে নেত্রীকে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement