Advertisement

সমবায় ব্যাঙ্কে নিয়োগ দুর্নীতির অভিযোগে নাম জড়াল অরূপেরও

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির নিয়োগ প্রক্রিয়ায় (Co-Operative Bank Recruitment) দুর্নীতি হয়েছিল বলে জনস্বার্থ মামলা হয় ২০২১ সালে। সেই মামলার হলফনামায় মামলাকারীরা অভিযোগ জানিয়ে বলেছেন, কো-অপারেটিভ কমিশন ছাড়া ব্যাঙ্ক নিয়োগ করতে পারবে এই মর্মে দু'বার নির্দেশিকা জারি করেছিলেন স্বয়ং সমবায়মন্ত্রী। ৫২ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলেও, এখনও পর্যন্ত ১৩৪ জনকে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ।

হাইকোর্টে অরূপ রায়ের বিরুদ্ধে অভিযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Aug 2022,
  • अपडेटेड 5:41 PM IST
  • সমবায় ব্যাঙ্কে নিয়োগে দুর্নীতির অভিযোগ
  • আদালতে অরূপ রায়ের বিরুদ্ধে অভিযোগ
  • আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা

এবার রাজ্যের তৃণমূল সরকারের আরও এক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ। তিনি রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। অভিযোগ, রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির নিয়োগে চাকরি পেয়েছেন অরূপ রায়ের ঘনিষ্ঠ-সহ একাধিক সমবায় ব্যাঙ্কের কর্তাদের আত্মীয়রা। এমনকী সমবায় ব্যাঙ্কগুলিতে যে শূন্যপদ ছিল তার দ্বিগুণ লোক নিয়োগ হয়েছে বলেও অভিযোগ। এই বিষয়ে বৃহস্পতিবার অতিরিক্ত হলফনামাও জমা দেওয়া হয়েছে হাইকোর্টে।

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির নিয়োগ প্রক্রিয়ায় (Co-Operative Bank Recruitment) দুর্নীতি হয়েছিল বলে জনস্বার্থ মামলা হয় ২০২১ সালে। সেই মামলার হলফনামায় মামলাকারীরা অভিযোগ জানিয়ে বলেছেন, কো-অপারেটিভ কমিশন ছাড়া ব্যাঙ্ক নিয়োগ করতে পারবে এই মর্মে দু'বার নির্দেশিকা জারি করেছিলেন স্বয়ং সমবায়মন্ত্রী। ৫২ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলেও, এখনও পর্যন্ত ১৩৪ জনকে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ।

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারে দীর্ঘদিন ধরেই সমবায় দফতর সামলে আসছেন অরূপ রায়। রামকৃষ্ণপুর সমবায় ব্যাঙ্ক নিয়েও তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। কিন্তু আদালতের চৌহদ্দিতে সেই অভিযোগ নিয়ে বিশেষ জলঘোলা হয়নি। তবে এবার যে অভিযোগ উঠেছে তা বেশ বড়সড় বলেই মনে করছেন অনেকে। কারণ কোন ব্যাঙ্কের কোন কর্তার কোন আত্মীয় চাকরি পেয়েছেন তা একেবারে তালিকার আকারে পেশ করেছেন মামলাকারীরা। সেক্ষেত্রে মন্ত্রী-ঘনিষ্ঠ এক ব্যক্তির বোনকেও চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এছাড়া মেধাতালিকায় নাম না থাকা সত্ত্বেও কেউ কেউ চাকরি পেয়েছেন বলে অভিযোগ মামলাকারীদের। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।
 

আরও পড়ুনএবার আসছে Ayushman Card, ৩১ রাজ্য সামিল প্রকল্পে; বাংলা আছে?

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement