Advertisement

Mini Hospital: অ্যাম্বুলেন্স যেন ‘মিনি হাসপাতাল’, রাজ্যে চালু হচ্ছে ফ্রি হাইটেক পরিষেবা

পথ দুর্ঘটনাগ্রস্ত ও গুরুতর অসুস্থদের নিকটবর্তী হাসপাতাল ও ট্রমা সেন্টারে পৌঁছে দিতে রাজ্যজুড়ে চালু হচ্ছে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবা। কলকাতা, নদীয়া ও উত্তর ২৪ পরগনা— আপাতত এই তিন জেলায় ২টি করে ও বাকি জেলাগুলিতে ১টি করে থাকবে এইসব এএলএস অ্যাম্বুলেন্স। সবমিলিয়ে এখন ৩০টি অ্যাম্বুলেন্স চালু হচ্ছে।

ফাইল ছবি।ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Apr 2023,
  • अपडेटेड 10:02 AM IST
  • পথ দুর্ঘটনাগ্রস্ত ও গুরুতর অসুস্থদের নিকটবর্তী হাসপাতাল ও ট্রমা সেন্টারে পৌঁছে দিতে রাজ্যজুড়ে চালু হচ্ছে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবা।
  • কলকাতা, নদীয়া ও উত্তর ২৪ পরগনা— আপাতত এই তিন জেলায় ২টি করে ও বাকি জেলাগুলিতে ১টি করে থাকবে এইসব এএলএস অ্যাম্বুলেন্স।

পথ দুর্ঘটনাগ্রস্ত ও গুরুতর অসুস্থদের নিকটবর্তী হাসপাতাল ও ট্রমা সেন্টারে পৌঁছে দিতে রাজ্যজুড়ে চালু হচ্ছে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবা। কলকাতা, নদিয়া ও উত্তর ২৪ পরগনা— আপাতত এই তিন জেলায় ২টি করে ও বাকি জেলাগুলিতে ১টি করে থাকবে এইসব এএলএস অ্যাম্বুলেন্স। সবমিলিয়ে এখন ৩০টি অ্যাম্বুলেন্স চালু হচ্ছে।

প্রতি জেলা ও স্বাস্থ্যজেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর থেকে এগুলি পরিচালিত হবে। কলকাতায় পরিচালনা করবে স্বাস্থ্য পরিবহণ শাখা। ১০ এপ্রিল সোমবার বিকেল ৪টে নাগাদ নবান্ন থেকে পরিষেবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যদপ্তর সূত্রে এই খবর জানা গিয়েছে। 

স্বাস্থ্য পরিবহণ শাখার এক কর্তা জানিয়েছেন, ওই অ্যাম্বুলেন্সগুলিতে রয়েছে ট্রান্সপোর্ট ভেন্টিলেটর, অক্সিজেন সাপোর্ট সিস্টেম, পোর্টেবল সাকশন মেশিন, মনিটর, ডিফিব্রিলেটর, সিরিঞ্জ পাম্প ও স্পাইন বোর্ডস।’ ওই ধরণের অ্যাম্বুলেন্সের সংখ্যা ধাপে ধাপে আরও বাড়বে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবহণ শাখার এক পদস্থ কর্তা।  

আরও পড়ুন

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর অনুরোধে হাইটেক অ্যাম্বুলেন্সগুলির জন্য নিজেদের সাংসদ তহবিল থেকে অর্থসাহায্য করেছেন ৭ তৃণমূল সাংসদ। তাঁরা হলেন সুখেন্দুশেখর রায়, ডাঃ শান্তনু সেন, দোলা সেন, আবিররঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী, জহর সরকার এবং নাদিমুল হক। সবমিলিয়ে এই অ্যাম্বুলেন্সগুলির জন্য খরচ পড়েছে ১০ কোটি টাকা। 

 

Read more!
Advertisement
Advertisement