Advertisement

Amit Shah West Bengal Visit: বছর শেষে টানা ৩ দিন বাংলায় শাহ, কোনও জনসভা নয়, তবে...

বছর শেষে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সোমবার, ২৯ ডিসেম্বর কলকাতায় পা রাখবেন। আর SIR আবহে তাঁর এই পশ্চিমবঙ্গ সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সফরে তিনি একাধিক বিষয়ে জোর দিতে পারেন বলে গুঞ্জন রয়েছে রাজ্য বিজেপির অন্দর মহলে।

অমিত শাহ আসছেন বাংলায়অমিত শাহ আসছেন বাংলায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Dec 2025,
  • अपडेटेड 2:12 PM IST
  • বছর শেষে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
  • সোমবার, ২৯ ডিসেম্বর কলকাতায় পা রাখবেন
  • আর SIR আবহে তাঁর এই পশ্চিমবঙ্গ সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে

বছর শেষে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সোমবার, ২৯ ডিসেম্বর কলকাতায় পা রাখবেন। আর SIR আবহে তাঁর এই পশ্চিমবঙ্গ সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সফরে তিনি একাধিক বিষয়ে জোর দিতে পারেন বলে গুঞ্জন রয়েছে রাজ্য বিজেপির অন্দর মহলে।

কখন আসছেন?

আজ সন্ধ্যায় আসছেন অমিত শাহ। তিনি গুয়াহাটি থেকে কলকাতা আসবেন। বিকেলেই তিনি গুয়াগাটি বিমানবন্দর থেকে প্লেনে উঠবেন। কলকাতা বিমানবন্দের পৌঁছে যাবেন সন্ধে ৭টা বেজে ৩০ মিনিটে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতারা। শাহ ৩১ তারিখ ফিরবেন। আর এই সফরে তাঁর একগাদা কর্মসূচি রয়েছে বলে জানা যাচ্ছে বিজেপি সূত্রে।

কখন কী বৈঠক?

আজ পশ্চিমবঙ্গে এসেও বিশ্রামের প্রশ্নই নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখান থেকে পৌঁছে যেতে পারেন বিজেপির রাজ্য অফিসে। সেখানে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে আজ বিধাননগরে বৈঠক করবেন বলেই খবর। তারপর আজকের মতো কর্মসূচি শেষ।

মঙ্গলবারও একাধিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বেলা ১২টা নাগাদ করবেন সাংগঠনিক বৈঠক বলে আপাতত খবর। পাশাপাশি তিনি মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলনও করতে পারেন।

এছাড়া RSS-এর কর্মকর্তা, বিজেপির বিধায়ক, সাংসদ ও কলকাতা পৌরসভার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানা যাচ্ছে।

এখানেই শেষ নয়, ৩১ তারিখ তিনি কলকাতা বা আশপাশের এলাকার একজন মনীষীর বাড়িও পরিদর্শনের জন্য যেতে পারেন বলে জানা গিয়েছে।

বিজেপির রাজ্য কমিটি ঘোষণা হতে পারে...

বিজেপি সূত্রে যতদূর জানা যাচ্ছে, ভোটের আগেই বিজেপির নতুন রাজ্য কমিটি গঠিত হতে পারে। সেই নাম ঘোষণাও হতে পারে অমিত শাহ থাকার সময়ই।

খতিয়ে দেখবেন প্রস্তুতি

বিধানসভা ভোট আর কয়েক মাস বাকি। এমন পরিস্থিতিতে বিজেপির সাংগঠনিক প্রস্তুতি এবং ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন শাহ বলেই খবর। পাশাপাশি SIR-এর প্রক্রিয়ায় দলের অবস্থান সম্পর্কেও জানতে চাইতে পারেন।

Advertisement

আসলে SIR নিয়ে উত্তপ্ত রয়েছে বাংলার রাজনীতি। তৃণমূল থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস, সকলেই একযোগে আক্রমণ করছে বিজেপিকে। এমনকী সাধারণ মানুষের মধ্যেও কোথাও কোথাও জমা হয়েছে ক্ষোভ। আর সেই আঁচ বুঝতে পেরেছে বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় নেতাদের কাছেও এই বিষয়ে খবর রয়েছে। তাই বর্তমানে পরিস্থিতি যাচাই করতে চাইছেন শাহ। তাই এটা সহজেই বলা যায় যে বিজেপির এই নম্বর টু নেতার বাংলা সফর গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Read more!
Advertisement
Advertisement