Advertisement

Amit Shah : "আমাদের সীমান্ত সুরক্ষা নীতি স্পষ্ট", পেট্রাপোলে সাফ কথা শাহের

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) জন্মদিনে এদিন নিজের ভাষণের শুরুতেই বিশ্বকবিকে স্মরণ ও তাঁর উদ্দেশে প্রণাম জানান অমিত শাহ। তিনি বলেন, "রবীন্দ্রনাথ এমন একজন কবি, যিনি দুদেশের জাতীয় সঙ্গীত লেখার সম্মান পেয়েছেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাঁর কলম থেকে লেখা হয়েছে। ভারতের জাতীয় সঙ্গীতও তাঁর কলম থেকেই লেখা হয়েছে"। 

অমিত শাহ
Aajtak Bangla
  • পেট্রাপোল,
  • 09 May 2023,
  • अपडेटेड 2:41 PM IST
  • রাজ্যে অমিত শাহ
  • যোগ দিলেন বিএসএফ-এর অনুষ্ঠানে
  • যা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

"আমাদের সীমান্ত সুরক্ষা নীতি স্পষ্ট, সীমান্তবর্তী এলাকায় মজবুত পরিকাঠামো চাই আমরা। সীমান্তবর্তী গ্রামগুলিতে দেশের অন্যান্য গ্রামের মতোই উন্নয়নমূলক ব্যবস্থা থাকুক, যোগাযোগ ব্যবস্থা থাকুক", মঙ্গলবার পেট্রোপালে বিএসএফ-এর অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "দেশের আর্থিক উন্নয়নে বড় ভূমিকা পেট্রাপোল স্থলবন্দরের। পেট্রাপোলে দ্বিতীয় কার্গো গেট তৈরি হলে সমস্যা মিটে যাবে। পেট্রাপোল সীমান্ত দিয়ে স্থল বাণিজ্য বেড়েছে"। আমিত শাহ আরও বলেন, "স্থলবন্দরের বিকাশ শুধুমাত্র  ৫ ট্রিলিয়ান অর্থনীতির জন্যই জরুরি নয়, প্রতিবেশী দেশগুলির সঙ্গে রাজদূতের কাজও করছে ল্যান্ড পোর্ট অথরিটি (Land Port Authority Of India)"। 

কবিগুরুকে প্রণাম

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) জন্মদিনে এদিন নিজের ভাষণের শুরুতেই বিশ্বকবিকে স্মরণ ও তাঁর উদ্দেশে প্রণাম জানান অমিত শাহ। তিনি বলেন, "রবীন্দ্রনাথ এমন একজন কবি, যিনি দুদেশের জাতীয় সঙ্গীত লেখার সম্মান পেয়েছেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাঁর কলম থেকে লেখা হয়েছে। ভারতের জাতীয় সঙ্গীতও তাঁর কলম থেকেই লেখা হয়েছে"। 

ঠাসা কর্মসূচি অমিত শাহর

সোমবার রাতেই রাজ্যে এসেছেন অমিত শাহ। মঙ্গলবার বেলার জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথের মূর্তিতে (Rabindranath Tagore Birthday 25 Se Baisakh) মাল্যদান করার পাশাপাশি ঠাকুরবাড়ি ঘুরেও দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে বনগাঁ যান তিনি। বিকেলে সাইন্স সিটিতে দু'টি অনুষ্ঠানে অংশ নেবেন অমিত শাহ। প্রথমে বিকেল পাঁচটায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এরপর সন্ধ্যায় রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। ঠাসা কর্মসূচি সেরে আজ রাতেই দিল্লি ফিরে যাওয়ার কথা অমিত শাহর।

আরও পড়ুন - এই গানটি বেঁধে বাবার কাছে ৫০০ টাকা পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কবির ৫ 'অজানা' কাহিনি

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement