আনিস খান মৃত্যুর ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্ত হবে। নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, আনিস খান তাঁদের সঙ্গে যোগাযোগ রাখতেন। এমনকী ভোটের সময় তাঁকে সাহায্যও করেছিলেন।
মুখ্যমন্ত্রীর কথায়, 'আনিসের ব্যাপারে সরকার নিরপেক্ষ তদন্ত করবে। ঘটনাটা দুর্ভাগ্যজনক। আনিসের সঙ্গে আমাদের ভালো যোগাযোগ ছিল। যাঁরা এখন টিভিতে দর্শনধারী হয়েছেন, তাঁরা জানেন না, আনিস আমাকে ভোটে অনেক সাহায্য করেছিল।'
এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'আনিসের ঘটনায় সরকার নিরপেক্ষ তদন্ত করবে। আমি ডিজির সঙ্গে কথা বলেছি। ফরেন্সিকের ব্যবস্থা হয়েছে। আমরা নিরপেক্ষ তদন্ত করব। কোনও মৃত্যু কাম্য নয়। যাঁরা এখন টেলিভিশনে দর্শনধারী হয়েছেন, তাঁরা জানেন না, আনিসের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল। ও আমাকে ইলেকশনে অনেক হেল্প করেছিল। তাই ওর মৃত্যু নিয়ে রাজনীতি করা উচিত নয়।'
এরপরই মুখ্যমন্ত্রী জানান, আনিসের মৃত্যুর ঘটনায় SIT তৈরি করছি। তাঁর কথায়, 'আনিস মৃত্যুর তদন্তের জন্য SIT তৈরি করছি। মুখ্যসচিব ও ডিজির আন্ডারে এই SIT তৈরি হবে। CID ও SIT থাকবে। তদন্ত নিরপেক্ষ হবে। দোষী যেই হোক না কেন, ছেড়ে কথা বলা হবে না। আনিসের পরিবার আমার উপর আস্থা রাখুক, এটা চাই। আমিও যদি দোষী হই, তাহলে নিজেকেও ছেড়ে কথা বলব না। কারও জীবন আমি ফিরিয়ে দিতে পারব না। তবে যারা দোষী, তাদের শাস্তি হবেই।'
প্রসঙ্গত, সোমবার আনিসের বাড়িতে পৌঁছন ডিএসপি সুব্রত ভৌমিক। আমতা থানার ওসি'র সঙ্গে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। আনিসের বাবা সালেম খানের অভিযোগ, ২ দিন কেটে গেলেও এখনও অধরা অভিযুক্ত। এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। গতকাল তিনি অভিযোগ করেছিলেন, আমতা থানার পুলিশই এই কাণ্ডের সঙ্গে যুক্ত তাই কোনওভাবেই রাজ্যের তদন্তের উপর তাঁর আস্থা নেই। এদিকে আজই আনিসের পরিবারকে নবান্নে দেখা করার আবাদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।