Advertisement

শুভেন্দুর মুখে 'দলত্যাগ বিরোধী আইন', মুকুল বললেন, 'বহু MLA-এর সঙ্গে কথা চলছে'

দলত্যাগ বিরোধী আইন কার্যকরের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার উত্তর দিলেন মুকুল রায়।

মুকুল রায় ও শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jun 2021,
  • अपडेटेड 4:20 PM IST
  • দলত্যাগ বিরোধী আইন নিয়ে শুভেন্দুকে জবাব মুকুলের
  • বললেন, বহু লোকের সঙ্গে কথা হচ্ছে।

মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর দলত্যাগ বিরোধী আইন নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলত্যাগ বিরোধী আইন কার্যকরের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তা নিয়ে মুখ খুললেন মুকুল রায়। বললেন, 'দেখা যায়, আইন মোতাবেক সবকিছু হবে।' 

আজই মুকুল রায় যান তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি। সদ্য প্রয়াত পার্থবাবুর মায়ের ছবিতে ফুল দেন তিনি। তারপর পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেন।  সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। শুভেন্দু অধিকারী দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার হুঁশিয়ারি দিয়েছেন, সেই প্রশ্নের উত্তরে মুকুল বলেন, 'দেখা যাক। আইন মোতাবেক সবকিছু হবে।' 

আরও পড়ুন : কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে পারেন রাজ্যের একাধিক সাংসদ, কার কার নাম ঘিরে জল্পনা?

একাধিক বিজেপি নেতা, বিধায়ক তৃণমূলে ফিরতে চেয়ে মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করছেন বলে জল্পনা শুরু হয়েছে। তৃণমূলে যোগ দেওয়ার পর মুকুল রায় নিজেও বলেছিলেন, 'কেউ বিজেপি-তে থাকবে না।' মুকুলের এই মন্তব্যকে গতকাল কটাক্ষ করেন শুভেন্দু। তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল বলেন, 'দেখা যাক।  বহু লোকের সঙ্গে কথা হচ্ছে।' 

দলত্যাগ বিরোধী আইন নিয়ে শুভেন্দুর বক্তব্যকে যদিও গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। যেমন দলের সাংসদ সুখেন্দু  শেখর এনিয়ে শুভেন্দুকে কটাক্ষ করেন। তিনি বলেন, 'শুভেন্দু কবে থেকে আইনজ্ঞ হলেন, সেটা আমার জানা নেই। উনি নিজেও তো এই আইন মানেননি।' আর এক তৃণমূল নেতা কুণাল ঘোষ আরও একধাপ এগিয়ে বলেন, ;শুভেন্দু যে মুখে বড় বড় কথা বলছেন, ওঁর বাবা শিশির অধিকারী এখনও তৃণমূলের টিকিটে জেতা সাংসদ। অথচ দলবদল করেছেন। সুনীল মণ্ডলের ক্ষেত্রেও একই কথা খাটে। নিজের দলের ক্ষেত্রে শুভেন্দুবাবুরা এই আইন মানছেন না কেন?'  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement