Advertisement

Asha Karmi Recruitment: আশা কর্মী নিয়োগ চলছে রাজ্যের এই জেলায়, আবেদন করতে ক্লিক করুন

ঝালদা সদর সাব ডিভিশনে ২৩ জন আশা কর্মী নিয়োগ করা হবে। কেবলমাত্র বিবাহিতা, বিধবা ও আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন।

মাধ্যমিক পাশে প্রচুর আশা কর্মী নিয়োগ, আবেদন করতে ক্লিক করুনমাধ্যমিক পাশে প্রচুর আশা কর্মী নিয়োগ, আবেদন করতে ক্লিক করুন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Mar 2023,
  • अपडेटेड 10:30 AM IST
  • ঝালদা সদর সাব ডিভিশনে ২৩ জন আশা কর্মী নিয়োগ করা হবে
  • মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে

রাজ্যে আবারও আশাকর্মী নিয়োগ হচ্ছে। পুরুলিয়া জেলায় একটি সদরে আশা কর্মী নিয়োগ (Asha Karmi Recruitment) করা হচ্ছে। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, ঝালদা সদর সাব ডিভিশনে ২৩ জন আশা কর্মী নিয়োগ করা হবে। কেবলমাত্র বিবাহিতা, বিধবা ও আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে। আবেদন করার শেষদিন ২০ মার্চ।

শূন্যপদের বিস্তারিত তথ্য এবং অবেদন পত্র-সহ বিস্তরিত বিবরণ purulia.gov.inwww.wbhealth.gov.in ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। অফিসিয়াল নোটিফিকেশন দেখতে আবেদনপত্র ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 

পদের নাম:

আরও পড়ুন

আশা কর্মী

মোট শূন্যপদ:

মোট শূন্যপদ ২৩টি

কোথায় কত নিয়োগ:

জয়পুর ব্লক- ৪ টি, ঝালদা ১ নং ব্লক-৭ টি, ঝালদা ২ নং ব্লক- ৬ টি, বাগমুণ্ডি- ৬ টি।

আবেদনের যোগ্যতা:

  • প্রার্থীদের বয়স ০১/০১/২০২৩ তারিখে অবশ্যই ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
  • তফশিলি জাতি ও তফশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ০১/০১/২০২৩ তারিখে অবশ্যই ২২ থেকে ৪০ বছরের মধ্য়ে হতে হবে।
  • কেবলমাত্র বিবাহিতা, বিধবা ও আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল বা উচ্চতর পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিবেচিত হবে৷
  • তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি ভুক্ত প্রার্থীদের জাতির শংসাপত্রের জেরক্স কপি দাখিল করতে হবে।
  • গ্রেড ওয়ান ও গ্রেড টু উত্তীর্ণ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্তরা এবং লিঙ্ক ওয়ার্কাররা অগ্রাধিকার পাবেন। সেক্ষেত্রে শংসাপত্রের জেরক্স দাখিল করতে হবে।
  • যে এলাকায় জনসংখ্যার অধিকাংশই ST/SC-এর অন্তর্গত, নির্বাচনের মানদণ্ড ঠিক রেখে সেই বিভাগের মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে।

কীভাবে আবেদন: 

purulia.gov.in ওয়েবসাইটে গিয়ে Recruitment সেকশন থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর সেই আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। আবেদন জমা নেওয়ার শেষ তারিখ ২০/০৩ /২০২৩ দুপুর ৩টে পর্যন্ত। অফিসিয়াল নোটিফিকেশন দেখতে আবেদনপত্র ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 

কোথায় আবেদন জমা দিতে হবে:

জয়পুর, ঝালদা ১, ঝালদা ২ ও বাগমুণ্ডি বিডিও অফিসে গিয়ে আবেদন জমা করতে হবে।

যে সমস্ত নথিপত্র দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে: 

ভোটার কার্ড/রেশন কার্ডের জেরক্স কপি

মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কসিটের জেরক্স।

মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার আ্যাডমিট কার্ডের জেরক্স।

কাস্ট সার্টিফিকেটের জেরক্স

আইনত ভাবে বিবাহের / বিধবা/ আইনত ভাবে বিবাহ বিচ্ছন্ন হলে তার নথি

Advertisement

উপযুক্ত কতৃপক্ষের দেওয়া গ্রেড ১ ও গ্রেড ২ স্বনির্ভর গোষ্টীর সংক্রান্ত কাগজপত্র

অন্যান্য নথি (যথাস্থানে প্রযোজ্য)

উল্লেখিত নথিগুলির যে কোন একটি আবেদনের সঙ্গে সংযুক্ত না থাকলে আবেদন বাতিল করা হবে। নিয়োগের পূর্বে সমস্ত আসল নথি দেখাতে হবে

আবেদনপত্র যথাযত পূর্ণ করা না থাকলে আবেদনপত্র বাতিল বলে বিবেচিত হবে।

একজন প্রার্থী শুধুমাত্র একটি আবেদন জমা দেওয়ার অনুমতি পাবেন। একাধিক আবেদন একই প্রার্থীর দ্বারা জমা দেওয়া হলে কোনও আবেদনই গ্রহণ করা হবে না।

Read more!
Advertisement
Advertisement