রাজ্যে আবারও আশাকর্মী নিয়োগ হচ্ছে। পুরুলিয়া জেলায় একটি সদরে আশা কর্মী নিয়োগ (Asha Karmi Recruitment) করা হচ্ছে। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, ঝালদা সদর সাব ডিভিশনে ২৩ জন আশা কর্মী নিয়োগ করা হবে। কেবলমাত্র বিবাহিতা, বিধবা ও আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে। আবেদন করার শেষদিন ২০ মার্চ।
শূন্যপদের বিস্তারিত তথ্য এবং অবেদন পত্র-সহ বিস্তরিত বিবরণ purulia.gov.in ও www.wbhealth.gov.in ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। অফিসিয়াল নোটিফিকেশন দেখতে আবেদনপত্র ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
পদের নাম:
আশা কর্মী
মোট শূন্যপদ:
মোট শূন্যপদ ২৩টি
কোথায় কত নিয়োগ:
জয়পুর ব্লক- ৪ টি, ঝালদা ১ নং ব্লক-৭ টি, ঝালদা ২ নং ব্লক- ৬ টি, বাগমুণ্ডি- ৬ টি।
আবেদনের যোগ্যতা:
কীভাবে আবেদন:
purulia.gov.in ওয়েবসাইটে গিয়ে Recruitment সেকশন থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর সেই আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। আবেদন জমা নেওয়ার শেষ তারিখ ২০/০৩ /২০২৩ দুপুর ৩টে পর্যন্ত। অফিসিয়াল নোটিফিকেশন দেখতে আবেদনপত্র ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
কোথায় আবেদন জমা দিতে হবে:
জয়পুর, ঝালদা ১, ঝালদা ২ ও বাগমুণ্ডি বিডিও অফিসে গিয়ে আবেদন জমা করতে হবে।
যে সমস্ত নথিপত্র দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে:
ভোটার কার্ড/রেশন কার্ডের জেরক্স কপি
মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কসিটের জেরক্স।
মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার আ্যাডমিট কার্ডের জেরক্স।
কাস্ট সার্টিফিকেটের জেরক্স
আইনত ভাবে বিবাহের / বিধবা/ আইনত ভাবে বিবাহ বিচ্ছন্ন হলে তার নথি
উপযুক্ত কতৃপক্ষের দেওয়া গ্রেড ১ ও গ্রেড ২ স্বনির্ভর গোষ্টীর সংক্রান্ত কাগজপত্র
অন্যান্য নথি (যথাস্থানে প্রযোজ্য)
উল্লেখিত নথিগুলির যে কোন একটি আবেদনের সঙ্গে সংযুক্ত না থাকলে আবেদন বাতিল করা হবে। নিয়োগের পূর্বে সমস্ত আসল নথি দেখাতে হবে
আবেদনপত্র যথাযত পূর্ণ করা না থাকলে আবেদনপত্র বাতিল বলে বিবেচিত হবে।
একজন প্রার্থী শুধুমাত্র একটি আবেদন জমা দেওয়ার অনুমতি পাবেন। একাধিক আবেদন একই প্রার্থীর দ্বারা জমা দেওয়া হলে কোনও আবেদনই গ্রহণ করা হবে না।