Advertisement

Cooch Behar Raat Dokhol Attack:মাথাভাঙায় প্রতিবাদীদের মারধর করল TMC-র সমর্থকরা? 'ছাড় পাবে না,' সরব কুণাল

আরজি করকাণ্ডের প্রতিবাদে বুধবার রাজ্যজুড়ে ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছিল। আবার রাত দখল কর্মসূচিতে হামলার অভিযোগ উঠল। এবার ঘটনাস্থল কোচবিহারের মাথাভাঙা। অভিযোগ উঠেছে, প্রতিবাদীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। 

মাথাভাঙার ঘটনায় রব কুণাল।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Sep 2024,
  • अपडेटेड 10:21 AM IST
  • আরজি করকাণ্ডের প্রতিবাদে বুধবার রাজ্যজুড়ে ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছিল।
  • আবার রাত দখল কর্মসূচিতে হামলার অভিযোগ উঠল।

আরজি করকাণ্ডের প্রতিবাদে বুধবার রাজ্যজুড়ে ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছিল। আবার রাত দখল কর্মসূচিতে হামলার অভিযোগ উঠল। এবার ঘটনাস্থল কোচবিহারের মাথাভাঙা। অভিযোগ উঠেছে, প্রতিবাদীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। 

এক্স হ্যান্ডলে তৃণমূলের কর্মী-সমর্থকদের উদ্দেশে কুণাল লিখেছেন, 'যেখানে যাঁরা প্রতিবাদ কর্মসূচি করছেন, সব চলুক। নাগরিকদের দরকারে সাহায্য করুন। কোথাও বিরোধীরা প্ররোচনা দিলেও তাতে পা দেবেন না। গোলমালে জড়াবেন না। বাংলাকে অশান্ত করতে অশুভ শক্তির চক্রান্ত চলছে। ধৈর্য রাখুন। সাধারণ নাগরিকদের আবেগকে সম্মান দিন।'(বানান অপরিবর্তিত)

অন্য একটি পোস্টে কুণাল লিখেছেন, 'কোচবিহারে প্রতিবাদীদের উপর কোনোরকম হামলা আমরা সমর্থন করি না। নিন্দা করছি। কোথাও কোনো অশান্তিতে @AITCofficial-র কোনো কর্মীর জড়ানো বারণ। দিনহাটা থেকে বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।যে বা যারা এইসব করেছে, পুলিশ ব্যবস্থা নিক।অশান্তি ছড়াতে অন্য কোনো অপশক্তির কাজ কিনা, সেটাও দেখুক।'(বানান অপরিবর্তিত)। কুণাল আরও লিখেছেন যে, এই ঘটনার 'তীব্র প্রতিবাদ ও নিন্দা' করছে তৃণমূল। তিনি লিখেছেন, 'যারা করেছে, পুলিশ ব্যবস্থা নিক।প্ররোচনায় কেউ পা দেবেন না।মা বোনেদের প্রতিবাদ আমরাও সমর্থন করছি।গোলমাল করে বাংলাকে অশান্ত করতে চায় বহু অপশক্তি। সতর্ক থাকুন।দলের কেউ এসবে জড়ালে ছাড় পাবে না।'

মাথাভাঙায় প্রতিবাদের আঁকা ছবি মুছে দেওয়া হয় বলে অভিযোগ।

মাথাভাঙায় কী ঘটেছে? 

 আরজি করের ঘটনার প্রতিবাদে বুধবার মাথাভাঙায় বহু মানুষ শামিল হন। রাস্তাজুড়ে প্রতিবাদের প্রতীকী ছবি এঁকেছিলেন শিল্পীরা। অভিযোগ, আচমকা সেখানে গিয়ে হামলা চালান তৃণমূলের নেতা-কর্মীরা। প্রতিবাদীদের মারধর করা হয় বলে অভিযোগ। রাস্তায় আঁকা প্রতিবাদীদের ছবি জল ঢেলে মুছে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement