Bangladesh Ilish in India: ইলিশপ্রেমীদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর ভারতে পৌঁছল বাংলাদেশের ইলিশ। বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী, দুপুর আড়াইটে নাগাদ ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছয় বাংলাদেশের ইলিশ। এই সমস্ত জটিলতার অবসান ঘটিয়ে বেনাপোল সীমান্ত পেরিয়ে ইলিশ পৌঁছয়।
এদিন প্রথম পর্যায়ে প্রথম ইলিশের ট্রাক ঢোকে। কাস্টমসের অনুমোদন পেতে দেরি হওয়ায় বিকেল ৪টে নাগাদ ইলিশের দ্বিতীয় ট্রাক ভারতের সীমান্তে পৌঁছয়। ভারতীয় ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন জানায়, প্রথম চালানে দু'টি ট্রাকে মোট ৮ টন ইলিশ এসেছে ভারতে।
ফিশ ইমপোর্টার অ্যাসোসিয়েশন সূত্রে বৃহস্পতিবার জানানো হয়, আমদানি করা ইলিশ আজ রাতের মধ্যেই পৌঁছে যাবে। কলকাতার, হাওড়া, পাতিপুকুর ও বারাসাতের পাইকারি মাছের বাজারে। আগামী কাল সকাল থেকেই খুচরো বাজারে ক্রেতারা বাংলাদেশের সুস্বাদু ইলিশ কিনতে পারবেন। প্রথম চালানে যে ইলিশ এসেছে সেগুলির বেশিরভাগই ওজন এক কেজি বা তার বেশি।
খুচরো পর্যায় যার দাম হতে পারে ২ হাজার টাকা বা তার কিছুটা বেশি। অ্যাসোসিয়েশন সূত্রে জানানো হয়েছে, আগামী ২-১ দিনের মধ্যেই সাতটি ট্রাকে মোট ২৮ থেকে ৩০ টন ইলিশ আসবে ভারতে। আসন্ন দুর্গা পুজোর আগে এই ইলিশ চাহিদার অনেকটাই সামাল দিতে সক্ষম হবে বলে মনে করছেন তারা। তবে ইলিশের আমদানি বাড়লে দাম কিছুটা কমবে বলেও আশাবাদী তারা।
তবে আগে সিদ্ধান্ত হয়েছিল ৩ হাজার টন ইলিশ পাঠাবে। তবে শেষে সিদ্ধান্ত হয়, ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানি করা হবে।