Advertisement

'মৃত্যুর' প্রায় ৫ বছর বাড়ি ফিরলেন ৯ সন্তানের বাবা, বড়ঞায় হইচই

নিমাই খানকে অল্প মানসিক ভারসাম্যহীন নিমাই খান মারা গিয়েছেন বলেই জানতেন গ্রামের বাসিন্দারা। কিন্তু অবাক কান্ড ঘটল বুধবার? এদিন কয়থা বাসস্ট্যান্ডে বাস থেকে নামতে দেখা গেল সেই নিমাই খানকেই। 

নিমাই খাননিমাই খান
গোপাল ঠাকুর
  • মুর্শিদাবাদ,
  • 09 Feb 2022,
  • अपडेटेड 7:24 PM IST
  • 'মৃত্যুর' পর বাড়ি ফিরলেন ব্যক্তি
  • দেখতে গ্রামবাসীদের ঢল
  • নেপথ্যে রয়েছে অন্য কাহিনি

'হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতেই'। গানের এই কথাই কার্যত বাস্তবায়িত হল মুর্শিদাবাদের বড়ঞা থানার (Barwan Murshidabad) কয়থা গ্রামে। 'মৃত্যুর' প্রায় ৫ বছর পর বাড়িতে ফিরলেন ৯ সন্তানের বাবা! আনন্দাশ্রু পরিবার সকলের চোখে। 

'মৃত্যুর' পর ঘরে ফেরা

পরিবারের কাছে খবর ছিল নিমাই খান নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে প্রায় পাঁচ বছর আগে। আর মৃত্যুর পরেই তাঁর নামে থাকা সমস্ত সম্পত্তি বিক্রি করে দেন পরিবারের লোকজন। এমনকি নিমাই খানের মৃত্যুর খবর বিশ্বাস করতে না পেরে শোকে বছর দুই আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর স্ত্রীও। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে অবশেষে বাড়ি ফিরে এলেন তিনি।

আরও পড়ুন

অল্প মানসিক ভারসাম্যহীন নিমাই খান মারা গিয়েছেন বলেই জানতেন গ্রামের বাসিন্দারা। কিন্তু অবাক কান্ড ঘটল বুধবার? এদিন কয়থা বাসস্ট্যান্ডে বাস থেকে নামতে দেখা গেল সেই নিমাই খানকেই। 

পরে সেখান থেকে টোটো করে নিজের বাড়িতে যান নিমাই খান। তাঁকে দেখেই জড়িয়ে ধরেন তাঁর ছয় মেয়ে ও তিন ছেলে। আনন্দে ভিজে যায় সকলের চোখ। এই ঘটনার সাক্ষী থাকলেও গ্রামবাসীরাও

জেলে ছিলেন কয়েকবছর

পরিবারের লোকজন জানাচ্ছেন, পারিবারিক অশান্তির জেরে পাঁচ বছর আগে বাড়ি ছেড়েছিলেন নিমাই খান। তারপর বিভিন্ন জায়গা ঘুরে তিনি পৌঁছান বিহারের মজফ্ফরপুরে। সেখানে অপহরণের মিথ্যা অভিযোগে তাঁকে দীর্ঘ তিন বছর জেলে থাকতে হয়েছে। এরপর মাসখানেক আগে বেকুসুর খালাস পান তিনি। এদিকে হঠাৎই পরিবারের লোকজনও তাঁর খবর পান। অবশেষে এদিন ফিরে এলেন নিজের বাড়িতে।


 

Read more!
Advertisement
Advertisement