Advertisement

Bird-Flu Virus: বার্ড ফ্লু নিয়ে সতর্কতা, বাংলায় মুরগির মাংস বিক্রি তলানিতে, মাথায় হাত ব্যবসায়ীদের

মুরগির মাংস যাদের না খেলেই নয়, তারাও এখন চিকেনের দোকানমুখো হচ্ছেন না। দাম কমেছে মুরগির মাংসের। বার্ড ফ্লুয়ের ত্রাসে ১০০ টাকা দাম কমিয়েও ক্রেতা টানতে পারছেন না মুরগি ব্যবসায়ীরা। অনেক দোকানে মিলছে না চিকেনের আইটেম। ৯টি রাজ্যে কেন্দ্রের নির্দেশিকার পর বেড়েছে আতঙ্ক।

বার্ড ফ্লুবার্ড ফ্লু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Mar 2025,
  • अपडेटेड 11:48 AM IST

মুরগির মাংস যাদের না খেলেই নয়, তারাও এখন চিকেনের দোকানমুখো হচ্ছেন না। দাম কমেছে মুরগির মাংসের। বার্ড ফ্লুয়ের ত্রাসে ১০০ টাকা দাম কমিয়েও ক্রেতা টানতে পারছেন না মুরগি ব্যবসায়ীরা। অনেক দোকানে মিলছে না চিকেনের আইটেম। ৯টি রাজ্যে কেন্দ্রের নির্দেশিকার পর বেড়েছে আতঙ্ক।

নজর রাখা হচ্ছে পোলট্রি ফার্ম ও পাখির মার্কেটগুলিতে। শুধু তাই নয়, এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ন্যাশনাল অ্যাকশন প্ল্যান রয়েছে অনুসরণ করতে বলা হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে বার্ড ফ্লু সংক্রমণ ছড়ানোর খবর এসেছে। ফলে রোগ যাতে আরও না ছড়ায় মেরে ফেলা হচ্ছে মুরগি।  ইনফ্লুয়েঞ্জায় ২৫০ পাখি মারা যাওয়ার পর গত সপ্তাহেই ঝাড়খণ্ডের রাঁচীতে ৫, ৫০০ মুরগি মেরে ফেলা হয়। জানা গেছে, সরকারি একটি পোলট্রি ফার্ম থেকেই এই ভাইরাস ছড়িয়েছে।

এমনকি, তেলঙ্গানাতেও বার্ড ফ্লু সংক্রমণের পর ৩, ৫০০-এর বেশি দেশি মুরগি মেরে ফেলা হয়েছে। গত মাসে অন্ধ্রপ্রদেশ থেকে মুরগি আমদানি বন্ধ করা হয়। তখনপূর্ব গোদাবরী জেলায় বার্ড ফ্লু সংক্রমণ ছড়িয়ে পড়ে।

এইচ৫এন১ ভাইরাস ছড়িয়ে পড়ায় প্রচুর মুরগি এই রোগে আক্রান্ত হচ্ছে। এতে মুরগি সহ খামারে প্রতিপালিত প্রাণীরা বার্ড ফ্লু-তে আক্রান্ত হচ্ছে। ইতিমধ্যেই ঝাড়খণ্ড, পঞ্জাব, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ সহ মোট ৯টি রাজ্যে সতর্কতা জারি করেছে কেন্দ্র সরকার। গত ৭ মার্চ কেন্দ্র ডেয়ারি ও পশুপালন বিভাগের তরফে জারি করা নির্দেশিকায় সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বার্ড ফ্লু নিয়ে সতর্ক করেছে। 
 

Read more!
Advertisement
Advertisement