BJP MLA Sreerupa Mitra Chaudhury: গর্ভবতী মহিলাদের নিখরচায় অ্য়াম্বুল্যান্স পরিষেবা দেওয়ার উদ্যোগ নিলেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি ইংরেজবজার ব্লকের সীমান্ত গ্রামে বসবাসকারী মানুষদের জন্য বিএসএফ মোহদিপুর বিওপি-র কাছে একটি আধুনিক উচ্চ মানের অ্যাম্বুল্য়ান্স তুলে দেন। ওই এলাকায় প্রচুর অসংগঠিত মানুষের বসবাস। অ্য়াম্বুল্যান্স তুলে দেওয়ার সময় তিনি সীমান্ত এলাকায় গর্ভবতী মহিলাদের প্রয়োজনীয়তার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন।
স্বাস্থ্যে জোর
কোভিড (COVID-19) অতিমারী এবং তারপর মালদা জেলার ইংরেজবাজার ব্লকে স্বাস্থ্য পরিকাঠামো তৈরিতে জোর দিয়েছেন করেছেন। এই অ্যাম্বুল্যান্সটি সীমান্তবর্তী গ্রামে বসবাসকারী মানুষকে বিনামূল্যে পরিষেবা দেবে।
অসংগঠিত শ্রমিক
সেখানে হাজার পাঁচেক অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক দৈনিক ভিত্তিতে কাজ করেন। মোহদিপুর বর্ডার চেকপোস্টে রোজ কোটি কোটি টাকার ব্যবসা হয়। সেখানে রফতানির কাজ হয়। আর এ কাজে মোহদিপুর, যদুপুর-১ এবং ২, কাজীগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী বিপুল সংখ্যক আদিবাসী মানুষ যুক্ত।
আরও পড়ুন: 'শিশুদের COVID টিকা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত বিজ্ঞানসম্মত নয়,' বলছেন AIIMS-এর গবেষক
আরও পড়ুন: ব্যাঙ্কের থেকে বেশি সুদ, পোস্ট অফিসের এই স্কিমে রাখুন ১ হাজার টাকা
আরও পড়ুন: ডেলিভারি রুমে প্রেগন্যান্ট মহিলাকে সাহায্য করল কুকুর, সেই ছবি ভাইরাল
এখন পর্যন্ত তাঁদের জন্য একটি বিনামূল্যে অ্য়াম্বুল্যান্স পরিষেবা নেই। তাঁদের জন্য এমন পরিষবার খুব দরকার। সে কথা ভেবেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। এই এলাকায় মাঝে মাঝে দুর্ঘটনার খবর মেলে। তেমন কোনও ঘটনা ঘটলে তাঁদের যাতে আরও ভাল চিকিৎসা পরিষেবা দেওয়া যায়, তাই এই অ্য়াম্বুল্যান্স। সীমান্ত এলাকার মানুষের সুবিধার জন্য অ্য়াম্বুল্যান্সটি মোহদিপুর বিওপিতে অবস্থান করবে।
এর আগেও তিনি স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের জন্য উদ্য়োগ নিয়েছিলেন। ইংরেজবাজার ব্লকের ১১টি গ্রামে মোবাইল স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য মালদা রামকৃষ্ণ মিশনের কাছে একই রকম গাড়ি তুলে দিয়েছিলেন। মোবাইল হেলথ সার্ভিস মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা প্রদান করছে।
তাঁর উদ্য়োগে ইংরেজবাজারে অবস্থিত মালদা রেলওয়ে হাসপাতালে একটি পিএসএ প্ল্যান্ট, একটি উন্নত আইসিইউ অ্যাম্বুল্য়ান্স এবং রেলওয়ে হাসপাতালে একটি লিফট বসানো হয়। বিধায়ক হওয়ার অল্প সময়ের মধ্যে সে কাজ করেছেন।
শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, "আমি চলতি বছরে ইংরেজবাজার বিধানসভায় কয়েকটি উদ্ভাবনী এবং বাস্তব স্বাস্থ্য পরিষেবা দেওযার উদ্যোগ নিয়েছি। যা প্রবীণ, বিশেষ চাহিদাসম্পন্ন এবং ট্রমা রোগীদের উপকৃত করবে।"