Advertisement

Smaik on Muslim Vote: 'ফিরহাদ-সিদ্দিকুল্লাদের সন্তানরা কোথায় পড়েছেন?' আবারও সংখ্যালঘু-বার্তা শমীকের

বিজেপি রাজ্য সভাপতি হয়েই রাজ্যে মুসলিম ভোট নিয়ে মুখ খুলেছিলেন শমীক ভট্টাচার্য।  মুসলিমদের উদ্দেশে বলেছিলেন, 'বিজেপি সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়, মুসলমানদের বিরুদ্ধে নয়।' এবার শমীক বললেন, 'যদি মুসলিম ভাইরা ভোট না-ও দেন, তা হলেও পশ্চিমবঙ্গে তৃণমূলের বিসর্জন ঘটিয়ে দেব।'

শমীক ভট্টাচার্য ও ফিরহাদ হাকিম।শমীক ভট্টাচার্য ও ফিরহাদ হাকিম।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Jul 2025,
  • अपडेटेड 1:07 PM IST
  • রাজ্যে মুসলিম ভোট নিয়ে মুখ খুলেছিলেন শমীক ভট্টাচার্য।  
  • বলেছিলেন, 'বিজেপি সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়, মুসলমানদের বিরুদ্ধে নয়।'
  • শমীক বললেন, 'যদি মুসলিম ভাইরা ভোট না-ও দেন, তা হলেও পশ্চিমবঙ্গে তৃণমূলের বিসর্জন ঘটিয়ে দেব।'

বিজেপি রাজ্য সভাপতি হয়েই রাজ্যে মুসলিম ভোট নিয়ে মুখ খুলেছিলেন শমীক ভট্টাচার্য।  মুসলিমদের উদ্দেশে বলেছিলেন, 'বিজেপি সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়, মুসলমানদের বিরুদ্ধে নয়।' এবার শমীক বললেন, 'যদি মুসলিম ভাইরা ভোট না-ও দেন, তা হলেও পশ্চিমবঙ্গে তৃণমূলের বিসর্জন ঘটিয়ে দেব।'

কী বলেছেন শমীক

সংখ্যালঘু ভোট নিয়ে তাঁর আগের মন্তব্য ঘিরে জোর আলোচনা চলছে বঙ্গ রাজনীতিতে। এই আবহে বৃহস্পতিবার শমীক বলেছেন, 'সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য কোনও আবেদন করিনি। যদি মুসলিম ভাইরা ভোট না দেন, তা হলেও পশ্চিমবঙ্গে তৃণমূলের বিসর্জন ঘটিয়ে দেব।'

অন্য দিকে, রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে নিশানা করেছেন শমীক। বলেছেন, 'ববি হাকিমদের রাজনীতি, মুসলমানকে মুসলমান বানিয়ে রাখার। মুসলমানকে মনুষ্যত্বের মর্যাদা না দিয়ে তাঁদের ভোটার বানিয়ে রাখার রাজনীতি।মুসলমানদের চিন্তা করতে বলেছি, ববি হাকিমের মেয়েরা কোন স্কুলে পড়েছে, কোন কলেজে পড়েছে।সিদ্দিকুল্লাদের সন্তানরা কোথায় পড়েছেন? যাঁরা মুসলিমদের আবেগ নিয়ে রাজনীতি করেন, তাঁরা চিন্তা করুন, তাঁদের বাড়িতে সন্তানসন্ততি কত, নেতা যাঁরা আছেন, তাঁদের সন্তানসন্ততি কত, কোথায় পড়াশোনা করেছেন। একজন মুসলমান নেতার নাম বলুন, যাঁরা মাদ্রাসায় পড়েছেন।' ববিকে নিশানা করে শমীক আরও বলেছেন, 'ববি হাকিম তো দুর্গাপুজো করেন। নামাজি হিন্দু। এত বড় দুর্গাপুজো  আবার তারও সঙ্গে ধর্মপ্রাণ মুসলিম।'

এর আগে, বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথম বক্তৃতায় মুসলিম ভোটের প্রসঙ্গ টেনে শমীক বলেছিলেন, 'যাঁরা আমাদের ভোট দিচ্ছেন না, যাঁরা আমাদের থেকে দূরে থাকছেন, যদি মনে করেন  বিজেপি অস্পৃশ্য, অচ্ছ্যুত, আমাদের ভোট দেবেন না। কিন্তু তাঁরা আয়নায় নিজেদের দিকে দেখুন। গত ৩ বছরে যত খুন হয়েছে মুসলমানের সংখ্যা কত,৯০ শতাংশ মুসলমান খুন, মরছে মুসলমান, মারছে মুসলমান। আর তাঁদের পরিবার বলছে সিবিআই তদন্ত চায়। এই অবস্থা থেকে মুক্তি পেতে চায়।' শমীক আরও বলেছেন যে, এমন বাংলা চাই, যেখানে দুর্গাপুজোর বিসর্জনের শোভাযাত্রা ও মহরমের মিছিল একই সঙ্গে যাবে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement