Advertisement

Sukanta Majumder: রামনবমীর মিছিল করায় কটাক্ষ, শওকত-কাজল শেখকে 'রাবণ'-র সঙ্গে তুলনা সুকান্তের

রামনবমীতে তৃণমূলের দুই নেতা শওকত মোল্লা ও কাজল শেখের মিছিলকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তাঁদের ভেকধারী রাবণ বলে আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি। পাশাপাশি শ্রীমপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হুগলির মাটিতে দাঁড়িয়ে নিশানা করেন।

সুকান্ত মজুমদারসুকান্ত মজুমদার
স্বপন কুমার মুখার্জি
  • হুগলি,
  • 08 Apr 2025,
  • अपडेटेड 10:32 AM IST

রামনবমীতে তৃণমূলের দুই নেতা শওকত মোল্লা ও কাজল শেখের মিছিলকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তাঁদের ভেকধারী রাবণ বলে আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি। পাশাপাশি শ্রীমপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হুগলির মাটিতে দাঁড়িয়ে নিশানা করেন। বলেন, "তিনি সিনিয়র সিটিজেন। সবসময় অপ্রকৃতিস্থ অবস্থায় থাকেন। তাঁকে পার্লামেন্টে কেউ কেউ জোকার বলেন। যেভাবে সার্কাসে লোকের মনোরঞ্জন করার জন্য ভাঁড় গুলো থাকে সেই ভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হলেন বাংলার রাজনীতির ভাঁড়।"

বিজেপির এই শীর্ষ নেতা সোমবার, ৭ এপ্রিল একহাত নেন তৃণমূল নেতা শওকত মোল্লা ও কাজল শেখকেও। মূলত তৃণমূলের এই নেতাদের রানমবমীর মিছিলে হাঁটাকেই কটাক্ষ করেন বিজেপির এই শীর্ষ নেতা। তিনি বলেন,  "যেভাবে রামায়ণ কালে রাবণ গেরুয়া বস্ত্র ধারণ করে মাতা সীতার অপহরণ করেছিল। সেরকমই ব্যাপারটি হল কাজল শেখের মতো তৃণমূল নেতাদের রামনবমীর মিছিলে হাঁটা। এই বিজেপি নেতা হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।"

সুকান্ত মজুমদার এদিন জোর গলায় বলেন, "যদি বাংলায় তৃণমূলের সরকার কিছুদিন আরও ক্ষমতায় থাকে তাহলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। সেই বিষয়টি হিন্দুরা জেনে গিয়েছে। সেই কারণে তারা কাতারে কাতারে রামনবমীর মিছিলে যোগ দিয়েছে।"

রবিবার বিজেপির পাশাপাশি তৃণমূলের একাংশকেও দেখা গিয়েছে রামনবমীর মিছিল করতে। পুজোয় শামিল হয়েছেন শশী পাঁজা, কুণাল ঘোষ থেকে শতাব্দী রায়রা। রামনবমীর মিছিলে হেঁটেছেন শওকত মোল্লাও। রামনবমীর দিন সম্প্রীতির বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূলের এভাবে রামনবমী পালন নিয়েও কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

Read more!
Advertisement
Advertisement