Advertisement

নাগরিকত্ব দিতে ৭০০ ক্যাম্প খুলবে রাজ্য বিজেপি, কী কী কাজ হবে সেখানে?

Bjp will be setting up around 700 CAA camps in state ahead of west bengal assembly election 2026 abk

নাগরিকত্ব দিতে ৭০০ ক্যাম্প খুলবে রাজ্যে বিজেপি, কী কী কাজ হবে সেখানে?নাগরিকত্ব দিতে ৭০০ ক্যাম্প খুলবে রাজ্যে বিজেপি, কী কী কাজ হবে সেখানে?
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 24 Oct 2025,
  • अपडेटेड 9:05 AM IST
  • আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলায় প্রায় ৭০০টি CAA ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে দল
  • প্রতিটি ক্যাম্পে সাধারণ মানুষকে CAA সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে

বিধানসভা নির্বাচনের আগে শরণার্থীদের নাগরিকত্ব দিতে বিশেষ পরিকল্পনা বঙ্গ বিজেপির। গোটা রাজ্যে প্রায় ৭০০টি CAA (নাগরিকত্ব সংশোধনী আইন) ক্যাম্প স্থাপন করবে বিজেপি। বুধবার বিজেপির নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে বিশেষ বৈঠক তথা কর্মশালার আয়োজন করা হয়েছিল। কলকাতায় দলীয় নেতাদের সাংগঠনিক বৈঠকে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা এবং সীমান্তবর্তী জেলাগুলিতে CAA ক্যাম্প স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়েছে। তবে, বিজেপি এই প্রথমবারের মতো এই ধরনের ক্যাম্প করছে না। গত কয়েক মাস ধরেই ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে বিজেপি এই ধরনের ক্যাম্প করছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, গেরুয়া দল CAA ইস্যু নিয়ে তৎপর এবং শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তুতিও চলছে।

বিজেপি সূত্রের মতে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলায় প্রায় ৭০০টি CAA ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে দল। প্রতিটি ক্যাম্পে সাধারণ মানুষকে CAA সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে। পাশাপাশি আইনের অধীনে কারা কারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন সে সম্পর্কে জানানো হবে। বিজেপি সূত্রে খবর, ৭০০ ক্যাম্প রাজ্যের কোথায় কোথায় হবে তা দলে আলোচনা করে ঠিক করা হবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ রাখা হবে। পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা ও ক্যাম্পে নানা কাজের জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে।

বিজেপি সূত্রে খবর, সিএএ-র অধীনে নাগরিকত্ব শংসাপত্র পেতে মানুষ যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, যেমন নথির অভাব, ফর্ম পূরণে অসুবিধা, আবেদন প্রক্রিয়ায় বিভ্রান্তি, সেগুলো সমাধানের জন্য কী কী পদক্ষেপ নেওয়া উচিত তা নিয়েও বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা আলোচনা করেছেন। বিজেপি সূত্রে আরও খবর প্রত্যেকটি বিধানসভার অধীন এলাকায় ৩টি করে সিএএ ক্যাম্প খোলা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩১ অক্টোবরের মধ্যে সেই সংক্রান্ত রিপোর্ট রাজ্য নেতৃত্বকে জমা দিতে হবে। কাদের এই কাজের দায়িত্ব দেওয়া হবে তাঁদের নামও চাওয়া হয়েছে। জেলা ও ব্লক স্তরের নেতৃত্বকে বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মানুষকে সচেতন করাই এই ক্যাম্পের অন্যতম লক্ষ্য। মতুয়া, উদ্বাস্তু অধ্যুষিত জেলাগুলির উপর আলাদা নজরদারির কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে বনগাঁ, নদিয়া। ওই সব বিধানসভার অধীনে থাকা প্রত‍্যেক মণ্ডলে তিনটি করে ক্যাম্প বা শিবির খুলতে হবে।

Advertisement

আরও পড়ুন

সিএএ ক্যাম্প খোলা নিয়ে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, 'দেশভাগের সময় বা তার পরে কংগ্রেস যে পাপ করেছে, সেই পাপমুক্তি বা প্রায়শ্চিত্ত করছে বিজেপি। আমরা বাংলাদেশি উদ্বাস্তু হিন্দুদের পক্ষে আছি। তার জন্য আমরা ক্যাম্প করব, অর্থ সাহায্য করব। বিজেপি যতক্ষণ আছে, ততক্ষণ একজন উদ্বাস্তু হিন্দুকে কেউ স্পর্শ করতে পারবে না।'

TAGS:
Read more!
Advertisement
Advertisement