Advertisement

'সাধারণ মানুষকে হত্যা করে BSF', বিতর্কত মন্তব্য মন্ত্রী উদয়নের  

কোচবিহারে বিএসএফের গুলিতে এক যুবকের মৃত্যুর ঘটনায় তোলপাড় চলছে। ঘটনার দ্বিতীয় দিনে রবিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) দাবি করলেন, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য BSF-কে ব্যবহার করছে BJP। দিনহাটায় (Dinhata) গীতালদহে BSF-র গুলিতে মৃত্যু হওয়া প্রেম বর্মণের বাড়িতে গিয়ে পরিবারের লোকেদের সঙ্গে দেখা করে এমনটাই অভিযোগ করলেন তিনি। বললেন, সাধারণ মানুষকে নিরাপত্তা না দিয়ে হত্যা করছে সীমান্তরক্ষী বাহিনী।

উদয়ন গুহ
Aajtak Bangla
  • কোচবিহার,
  • 25 Dec 2022,
  • अपडेटेड 11:02 PM IST
  • কোচবিহারে বিএসএফের গুলিতে এক যুবকের মৃত্যুর ঘটনায় তোলপাড় চলছে।
  • ঘটনার দ্বিতীয় দিনে রবিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) দাবি করলেন, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য BSF-কে ব্যবহার করছে BJP।

কোচবিহারে বিএসএফের গুলিতে এক যুবকের মৃত্যুর ঘটনায় তোলপাড় চলছে। ঘটনার দ্বিতীয় দিনে রবিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) দাবি করলেন, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য BSF-কে ব্যবহার করছে BJP। দিনহাটায় (Dinhata) গীতালদহে BSF-র গুলিতে মৃত্যু হওয়া প্রেম বর্মণের বাড়িতে গিয়ে পরিবারের লোকেদের সঙ্গে দেখা করে এমনটাই অভিযোগ করলেন তিনি। বললেন, সাধারণ মানুষকে নিরাপত্তা না দিয়ে হত্যা করছে সীমান্তরক্ষী বাহিনী।
গুলিতে মৃত যুবক গোরু পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ তোলা হচ্ছে। কিন্তু সে দোষী হলে তাঁকে আটক করে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া যেত বলেও মত উদয়নের।

উদয়ন গুহ এদিন বলেন, BSF-কে সীমান্তে পাহারার জন্য নিয়োগ করা হয়েছে, কিন্তু তাদের রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করার জন্য কাজে লাগাচ্ছে কেন্দ্রের BJP সরকার। তাঁর কথায়, যদি ছেলেটি অভিযুক্ত হয় তাহলে BSF চাইলেই তাঁকে গ্রেফতার করে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিতে পারত কিন্তু সেটা না করে তারা প্রেমবর্মণকে নির্মমভাবে খুন করেছে। 

আরও পড়ুন-ভুয়ো নিয়োগ-তালিকায় নাম উত্তরবঙ্গের প্রচুর গ্রুপ-ডি কর্মীর, বিপাকে স্কুলগুলি

রবিবার নিহত প্রেম বর্মণের বাড়ির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। সঙ্গে ছিলেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ সহ অন্যান্য তৃণমূল জেলা নেতৃত্ব। এদিন তৃণমূলের প্রতিনিধি দল নিহত প্রেম বর্মণের পরিবারের পাশে থাকার বার্তা দেন। তৃণমূলের প্রতিনিধি দল এদিন পরিবারের লোকেদের সঙ্গে গিয়ে দেখা করার পাশাপাশি ঘটনাস্থল ও ভারবান্দা এলাকা পরিদর্শন করেন।

 এর আগেও সীমান্তে পাচারের দায় বিএসএফ-এর ঘাড়ে চাপিয়েছেন উদয়ন গুহ। তাঁর দাবি, বিএসএফ-এর মদত ছাড়া সীমান্তে কোনও কিছুই পাচার করা সম্ভব নয়। 

Advertisement

আরও পড়ুন-উত্তরবঙ্গে ফের তুষারপাতের পূর্বাভাস, কোথায়-কবে?

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement