Civic Volunteer: সিভিক ভলান্টিয়ারের কাজ কী কী? তা নিয়ে নির্দেশিকা তৈরির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার রাজ্য পুলিশের আইজিকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আনিস খানের মৃত্যু, দিন কয়েক আগে সরশুনা থানার বিরুদ্ধে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে নেওয়া, এরকম একাধিক অভিযোগ ওঠে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। তাই তারা কী কী করতে পারেন, এই সংক্রান্ত নির্দেশিকা দিতে বলেন বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি জানান, ২৯ মার্চের মধ্যে এই নির্দেশিকা তৈরি করে আদালতে জমা দিতে হবে।
কোন কোন কাজ করতে পারবেন সিভিক ভলান্টিয়াররা?
আদালত জানতে চেয়েছে, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদের কী কী ভূমিকা আছে।
আরও পড়ুন, হাওড়া ব্রিজের ফাটল সারাতে বরাদ্দ ৩ কোটি টাকা, রাতে বন্ধ রাখতে চিঠি
প্রসঙ্গত, দিন কয়েক আগে সরশুনা থানার বিরুদ্ধে এক যুবককে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। দু'জন সিভিক ভলান্টিয়ার তাকে তুলে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ। সেই যুবকের আর খোঁজ মেলেনি। সিভিক ভলান্টিয়ারের সঙ্গে ছিল পুলিশও। পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়। এই প্রসঙ্গে নিহত আনিস খানের প্রয়ানের ঘটনাটি উঠে আসে।
আরও পড়ুন, কেন্দ্রের কাছে পাওনা টাকার দাবিতে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি, সিভিক ভলান্টিয়ারদের নিয়ে রাজ্য সরকার একটি বড় প্রস্তাব দিয়েছিল। তাতে, এই সিভিক ভলান্টিয়াররা ভাল কাজ করলে পদোন্নতি করে কনস্টেবল করা হবে, বলে পরিকল্পনা করছে নবান্ন।