Advertisement

HC On Sandeshkhali: 'লজ্জাজনক, সন্দেশখালির ঘটনায় ১০০% দায়ী শাসক দল', ভর্ৎসনা হাইকোর্টের

সন্দেশখালির ঘটনায় রাজ্যের শাসক দলের সমালোচনা করল কলকাতা হাইকোর্ট।

সন্দেশখালি নিয়ে কলকাতা হাইকোর্ট। সন্দেশখালি নিয়ে কলকাতা হাইকোর্ট।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Apr 2024,
  • अपडेटेड 3:16 PM IST

সন্দেশখালির ঘটনায় তৃণমূল কংগ্রেসকে রীতিমতো ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। আদালত জানাল, 'লজ্জাজনক, এই ঘটনায় ১০০% দায়ী রাজ্যের শাসক দল। 

এ দিন হাইকোর্ট জানায়,'সন্দেশখালিতে যা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক। সন্দেশখালিতে যা ঘটেছে তার নৈতিক দায় বর্তায় গোটা জেলা পুলিশ প্রশাসন ও শাসক দলের উপর। নাগরিকদের ভয়ে জীবন কাটাতে হলে তার দায় ১০০ শতাংশ শাসক দলের। এর জন্য দায়ী সরকারও'।

সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন হয়েছে বলে আদালতে অভিযোগ করেন আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। সেই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট জানায়,'টিবেরেওয়াল যে দাবি করছেন, তার ১ শতাংশ সত্যতা থাকলেও এটা খুবই লজ্জাজনক। জমি দখল করার অভিযোগ স্বীকার করে নেওয়া হয়েছে রিপোর্টে। তা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। কিন্তু যেভাবে ফেরত দেওয়া হয়েছে তা আইনানুগ নয়। একাধিক মহিলা নির্যাতনের অভিযোগ করেছেন সন্দেশখালিতে। কিন্তু পুলিশ অভিযোগ যেভাবে নথিভুক্ত করেছে, তা উপযুক্তভাবে করা হয়নি'।

Read more!
Advertisement
Advertisement